Teacher Recruitment 2025 – কেন্দ্রীয় বিদ্যালয়ে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৭২৬৭।

Teacher Recruitment 2025 – বেকারত্বের দিন শেষ। ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস (NESTS), দেশব্যাপী একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS) নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | একলব্য মডেল আবাসিক বিদ্যালয় (EMRS) |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ৭২৬৭টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৩-১০-২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – অ্যাকাউন্ট্যান্ট – ৬১১টি,ল্যাব অ্যাটেনডেন্ট- ১৪৬টি, TGT- ৩৯৫২টি, প্রিন্সিপাল -২২৫টি, PGT- ১৪৬০টি, মহিলা স্টাফ নার্স- ৫৫০টি, হোস্টেল ওয়ার্ডেন- ৬৩৫টি, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- ২২৮টি,r।
২) এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তার শূন্যপদ হচ্ছে ৭২৬৭টি।
বেতন তথ্য – যদি তোকে অনেকগুলি পদ আছে পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে নিচের দা বিস্তারিত আলোচনা করা হলো।
মহিলা স্টাফ নার্স- লেভেল ৫ অনুযায়ী, ২৯,২০০ থেকে ৯২,৩০০/- টাকা। ল্যাব অ্যাটেনডেন্ট- লেভেল ১ অনুযায়ী, ১৮,০০০ থেকে ৫৬,৯০০/- টাকা। লাইব্রেরিয়ান- লেভেল ৭ অনুযায়ী, ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০/- টাকা। আর্ট/ মিউজিক/ ফিজিক্যাল এডুকেশন টিচার- লেভেল ৬ অনুযায়ী, ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০/- টাকা। প্রিন্সিপাল- লেভেল ১২ অনুযায়ী, ৭৮,৮০০ থেকে ২,০৯,২০০/- টাকা। (Teacher Recruitment 2025) টিজিটি- লেভেল ৭ অনুযায়ী, ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০/- টাকা। অ্যাকাউন্ট্যান্ট – লেভেল ৬ অনুযায়ী, ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০/- টাকা। হোস্টেল ওয়ার্ডেন- লেভেল ৫ অনুযায়ী, ২৯,২০০ থেকে ৯২,৩০০/- টাকা। পিজিটি- লেভেল ৮ অনুযায়ী, ৪৭,৬০০ থেকে ১,৫১,১০০/- টাকা। জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- লেভেল ২ অনুযায়ী, ১৯,৯০০ থেকে ৬৩,২০০/- টাকা।
আবেদন মুল্য কি আছে ?
For women, SC, ST and PWD candidates- প্রিন্সিপাল- ৫০০ টাকা, পিজিটি এবং টিজিটি- ৫০০ টাকা, নন-টিচিং স্টাফ- ৫০০ টাকা
অন্য সকল প্রার্থীদের ক্ষেত্রে – প্রিন্সিপাল- ২৫০০ টাকা, পিজিটি এবং টিজিটি- ২০০০ টাকা, নন-টিচিং স্টাফ- ১৫০০ টাকা
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
tribal.nic.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের অনেকগুলি ধাপের মাধ্যমে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ হবে। –
টায়ার-১: ওএমআর লিখিত পরীক্ষা (এমসিকিউ), টায়ার-২: ডেস্ক্রিপটিভ এবং এমসিকিউ লিখিত পরীক্ষা, টায়ার-৩: এক্ষেত্রে নানান পদ অনুযায়ী সংশিল্ষ্ট বিষয়ের উপর পরীক্ষা হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আরো অন্যান্য,
কি ভাবে আবেদন করতে হবে ?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ২৩-১০-২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | nests.tribal.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।