দোলের আমেজ কাটতে না কাটতেই বাড়ছে গরম। সম্প্রতি আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের (Heat Wave) সতর্কবার্তা জারি করেছে। আবহাওয়া দপ্তরের দাবি পশ্চিম মেদিনীপুর জেলা ও আরো পাঁচটি জেলায় বাড়তে পারে তাপমাত্রা। গতকাল থেকেই তাপমাত্রা বেড়েছে ও আজ অর্থাৎ রবিবার থেকে দক্ষিণবঙ্গের মানুষেরা প্রবল গরম অনুভব করবে।
কোন কোন জেলায় বাড়বে তাপমাত্রা ?
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শনিবার তাপমাত্রা (Heat Wave) বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। যেটি রবিবারে আরো বেড়ে যাবে বলে দাবি আবহাওয়া দপ্তরের। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৫ ডিগ্রী বেশি থাকতে পারে। বাকি জেলাগুলোর চেয়ে এই জেলাগুলোতে বেশি গরম থাকবে।
দক্ষিণবঙ্গ ও কলকাতায় কেমন গরম থাকবে ?
আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদীয়ার অনেক জায়গায় তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩-৪ ডিগ্রী সেলসিয়াস বেশি থাকবে। যেটি সকলের জন্যই খুব কষ্টকর।
সপ্তাহের শুরুতে বাড়বে গরম
শুধু তাই নয় সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে সেই গরম আরো বাড়তে চলেছে। এই সময় বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপমাত্রা (Heat Wave) থাকবে ৪০ ডিগ্রী সেলসিয়াস ও তার বেশি। যেটি আরো বেশ কয়েকদিন চলবে।
উত্তরবঙ্গে থাকবে স্বস্তি
দক্ষিণবঙ্গে গরম থাকলেও উত্তরবঙ্গে থাকবে স্বস্তি। দার্জিলিং ও কালিম্পং জেলায় দেখা দিয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের কিছু জেলাতে শুষ্ক তাপমাত্রা ও কিছুতে হাল্কা তাপমাত্রা বাড়তে পারে।
এই অত্যধিক গরমের পরিস্থিতি আমাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই আপনাকে অনেক জল পান করতে হবে। যদি আপনি বাইরে কাজ করেন বেশিরভাগ তাহলে আপনাকে ভালোভাবে সুরক্ষা নিতেই হবে
বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন