রাজ্য সরকার কর্মীদের বেতন বাড়াচ্ছে, আপনিও কি আছেন সেই তালিকায় ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিছুদিন আগেই রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ ১৪% থেকে ১৮% বাড়িয়ে দিয়েছে। যেটি এপ্রিল মাস থেকে লাগু হয়ে যাবে। এই খবর শোনার পর থেকেই কর্মীরা ক্ষোভে রয়েছে। এর মাঝেই অনেক কর্মীদের বেতন বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু কাদের বেতন বাড়িয়েছে সরকার ?

রাজ্যের বাস চালক থেকে কনডাক্টরদের বেতন ১৩,০০০ থেকে ১৬,০০০ করে দিয়েছে সরকার। বিশেষ করে চুক্তিভিত্তিক বাসচালকদের বেতন বাড়িয়েছে সরকার।এতে অনেকেই খুব খুশি হয়েছেন। তারা এটিকে দোলের উপহার ভাবছেন।

বাস চালকদের বেতন ৩ হাজার টাকা বাড়ানো হয়েছে রাজ্য সরকার গত ১৩ মার্চে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। প্রথমে তাদের বেতন ১৩ হাজার টাকা করা হয়েছিল শুরুতে। তারপর সেটি আরো তিন হাজার টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ তাদের এখন মোট ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।

বস চালকদের বেতন ২০১৭ সালে বৃদ্ধি করা হয়েছিল অন্যদিকে যারা পাঁচ বছর ধরে কাজ করছেন তাদের বেতন এখন থেকে ২০,০০০ টাকা হবে। যদি কোন বাস চালক ১০ বছর ধরে কাজ করছেন তাদের ২৫,০০০ টাকা, ১৫ বছর ধরে কাজ করলে ৩১,০০০ ও ২০ বছর ধরে কাজ করলে ৩৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।

এই চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন শেষবার ২০১৭ সালে বাড়ানো হয়েছিল। দীর্ঘ আট বছরের অপেক্ষার পর এবার ফের বাড়তে চলছে তাদের বেতন।

মার্চের শুরুতে বেড়ে গেল LPG গ্যাসের দাম! জানুন আজকে গ্যাসের কতো দাম?

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com