রিলায়েন্স জিও আমাদের দেশের একটি জনপ্রিয় ও বড় টেলিকম কোম্পানি। এই কোম্পানিটি অনেকধরণের রিচার্জ প্ল্যান ওদের করে থাকে তার গ্রাহকদের। আজ আমরা এমন একটি প্ল্যানের কথা বলব যেটি দৈনিক ডেটা তো দেবেই তার পাশাপাশি ফ্রিতে ২০ জিবি ডেটাও দেবে।
জিওর ৭৪৯ টাকার রিচার্জ প্ল্যান
জিওর ৭৪৯ টাকার প্ল্যানটি দারুণ অফার দিচ্ছে গ্রাহকদের। এই প্ল্যানে গ্রাহকরা ৯০ দিনের বৈধতা পাচ্ছে। এছাড়াও আরো যেগুলো সুবিধা পাচ্ছে সেগুলো হল –
জিও কোম্পানির ৭৪৯ টাকার প্ল্যানটি একটি বিশেষ অফার যা ব্যবহারকারীদের জন্য সেরা। এই প্ল্যানটি ৯০ দিনের মেয়াদ সহ আসে। এই প্ল্যানের বিশদ এখানে দেওয়া হল –
• পাওয়া যাবে আনলিমিটেড কলিং- এই প্ল্যানে অতিরিক্ত চার্জ না দিয়েই যেকোনো নেটওয়ার্কের সঙ্গে আনলিমিটেড কল করা যাবে।
• প্রতিদিন ২GB (JIO DATA) দৈনিক ডেটা – আপনি এই প্ল্যানে নিজের প্রয়োজন অনুযায়ী ২ জিবি ডেটা পেয়ে যাবেন।
• প্রতিদিন ফ্রিতে ১০০টি SMS – এছাড়াও এই প্ল্যানে থাকছে ১০০ টি ফ্রি SMS এর সুবিধাও।
• এক্সট্রা ২০GB ডেটা – শুধু আপনি দৈনিক ডেটাই পাবেন না ৯০ দিনের জন্য ২০ জিবি এক্সট্রা ডেটাও পেয়ে যাবেন।
• এই প্ল্যানটি তাদের জন্যই যারা অনেক পরিমাণে ডেটা, আনলিমিটেড কলিং ও এক্সট্রা ডেটা ব্যবহার করতে চান।
জিওর ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যান (JIO DATA)
জিওর ৮৯৯ টাকার প্ল্যানে আরো বেশ কয়েকটি সুবিধা দেওয়া হয়।
•আনলিমিটেড কলিং- ৭৪৯ টাকার প্ল্যানের মতোই এই প্ল্যানেও আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে।
• দৈনিক ২.৫ জিবি ডেটা- এই প্ল্যানে ২.৫ জিবি ডেটা দেওয়া হচ্ছে। যেটি ৭৪৯ টাকার প্ল্যানের চেয়ে বেশি। তাই যদি আপনার রোজ অনেক পরিমাণে দেয়ার প্রয়োজন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত।
• এছাড়া এতেও ১০০ টি ফ্রি এসএমএস ও ২০ জিবি এক্সট্রা ডেটাও পাওয়া যাচ্ছে।
আপনি কেনোই বা এই প্ল্যানগুলি বাছবেন ?
৭৪৯ ও ৮৯৯ টাকার প্ল্যানগুলি আনলিমিটেড কলিং, দৈনিক ও এক্সট্রা ডেটা দিয়ে থাকে। তাই যাদের এগুলো দরকার তারা এটি নিতেই পারেন। এছাড়া ২০ জিবি এক্সট্রা ডেটা এই প্ল্যানগুলোতে রয়েছে যা এগুলো একটি ভালো দিক। অবশ্য যারা দৈনিক অনেক ডেটা ব্যবহার করেন ও একটি সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই দুটি প্ল্যান খুবই ভালো হতে পারে।
রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?