UCO Bank Recruitment 2026: UCO ব্যাঙ্কে নতুন কর্মী নিয়োগ, ১৭৩টি শূন্যপদে নিয়োগ, আবেদন করুন অনলাইনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

UCO Bank Recruitment 2026 : ব্যাংকিং চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য একটি বড় সুখবর। ভারতের অন্যতম সরকারি ব্যাংক UCO Bank–এর পক্ষ থেকে Generalist ও Specialist Officer পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ হবে Regular Basis (স্থায়ী ভিত্তিতে) এবং সারা ভারতের যোগ্য প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। এই নিয়োগের (UCO Bank Recruitment 2026) মাধ্যমে মোট ১৭৩টি শূন্যপদ পূরণ করা হবে। যারা ব্যাংকে অফিসার ক্যাডারে চাকরি করতে চান, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

নিয়োগ সংস্থা

UCO Bank (A Government of India Undertaking)

পদের নাম

  • Generalist Officer
  • Specialist Officer
    (JMGS-I ও MMGS-II স্কেল)

মোট শূন্যপদ

মোট: ১৭৩টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

পোস্ট অনুযায়ী যোগ্যতা আলাদা, যেমন—

  • Graduate / Post Graduate
  • Engineering / IT / Computer Science
  • Chartered Accountant (CA)
  • MBA / Data / AI-ML / Cyber Security ইত্যাদি

👉 পোস্টভিত্তিক বিস্তারিত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে।

বয়স সীমা (UCO Bank Recruitment 2026)

(01-01-2026 অনুযায়ী)

  • JMGS-I: ২০ থেকে ৩০ বছর।
  • MMGS-II: ২২ থেকে ৩৫ বছর।

বয়সে ছাড়:

  • SC / ST: ৫ বছর।
  • OBC (NCL): ৩ বছর।
  • PwBD: সর্বোচ্চ ১০ বছর।

বেতন কাঠামো (UCO Bank Recruitment 2026)

  • JMGS-I: ₹48,480 – ₹85,920 + DA, HRA ও অন্যান্য ভাতা।
  • MMGS-II: ₹64,820 – ₹93,960 + DA, HRA ও অন্যান্য ভাতা।

নিয়োগের ধরন ও গুরুত্বপূর্ণ শর্ত

  • এই নিয়োগ Regular (স্থায়ী)
  • All India Posting Liability প্রযোজ্য
  • Probation Period:
    • JMGS-I: ২ বছর।
    • MMGS-II: ১ বছর।
  • নির্বাচিত প্রার্থীদের Service Bond সই করতে হবে

নির্বাচন প্রক্রিয়া UCO Bank Selection Process

  • Online Written Examination (যদি প্রযোজ্য)
  • অথবা Screening / Interview / Group Discussion

👉 ব্যাংক প্রয়োজন অনুযায়ী যেকোনো পদ্ধতি গ্রহণ করতে পারে।
👉 ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত।

নিয়োগের ধরন (Nature of Appointment)

  • এই নিয়োগ Regular Basis-এ,
  • এটি Contractual নয়,
  • নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের স্থায়ী অফিসার ক্যাডারে যোগ দেবেন।

পোস্টিং কোথায় হবে ?

  • All India Posting Liability
    👉 ভারতের যেকোনো রাজ্যে পোস্টিং হতে পারে
  • পোস্টিং গ্রহণে প্রার্থীকে সম্মত থাকতে হবে

প্রবেশন পিরিয়ড (Probation Period)

  • JMGS-I: ২ বছর
  • MMGS-II: ১ বছর
    👉 প্রবেশন সফলভাবে শেষ হলে কনফার্মেশন

আবেদন ফি (UCO Bank Recruitment 2026)

  • SC / ST / PwBD: ₹175/-
  • Others: ₹800/-

📌 একবার ফি জমা দিলে তা ফেরতযোগ্য নয়

বন্ড / সার্ভিস কমিটমেন্ট (VERY IMPORTANT)

  • নির্বাচিত প্রার্থীকে Service Bond সই করতে হবে
  • নির্দিষ্ট সময়ের আগে চাকরি ছাড়লে
    👉 বন্ড এমাউন্ট পরিশোধ করতে হবে
    (পরিমাণ ও শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে)

Selection Method-এ Bank-এর পূর্ণ ক্ষমতা

  • Bank চাইলে
    • Written Test নাও নিতে পারে
    • শুধুমাত্র Screening + Interview নিতে পারে
  • Bank-এর সিদ্ধান্ত Final & Binding

Shortlisting কীভাবে হবে ?

  • আবেদন বেশি হলে
    • Qualification
    • Experience
    • Higher marks
      👉 এই ভিত্তিতে shortlisting করা হবে

Interview-তে Minimum Marks

  • Interview-তে minimum qualifying marks থাকবে
  • SC/ST/OBC/PwBD-এর জন্য আলাদা cut-off হতে পারে

Document Verification কখন ?

  • Interview-এর দিনই বা Final Selection-এর আগে
  • Original documents না থাকলে
    👉 সরাসরি বাতিল

Experience Calculation Date

  • কাজের অভিজ্ঞতা গণনা হবে
    👉 02-02-2026 (Last Date) পর্যন্ত

Age & Eligibility Cut-off Date

  • সব বয়স ও যোগ্যতা গণনা হবে
    👉 01-01-2026 অনুযায়ী

Application Cancel হতে পারে যদি—

  • একাধিক আবেদন করলে
  • ভুল তথ্য দিলে
  • অসম্পূর্ণ ফর্ম জমা দিলে
  • যোগ্যতা না থাকলে

👉 কোনো নোটিস ছাড়াই বাতিল

Call Letter / Info কীভাবে জানাবে?

  • কোনো ডাকযোগে চিঠি যাবে না
  • সব তথ্য
    👉 Email + Official Website-এ দেওয়া হবে

Reservation Policy

  • Reservation প্রযোজ্য হবে
    👉 Central Government Rules অনুযায়ী
  • EWS / OBC-NCL / PwBD Certificate
    👉 নির্ধারিত ফরম্যাটে লাগবে

Application Fee Refund হবে ?

না

  • একবার ফি জমা দিলে
  • কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না

1️5️ Legal Jurisdiction

  • এই নিয়োগ সংক্রান্ত
    👉 সব আইনি বিষয় Kolkata jurisdiction-এর অধীনে

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইন আবেদন শুরু: 13 জানুয়ারি 2026।
  • আবেদনের শেষ তারিখ: 02 ফেব্রুয়ারি 2026।

কীভাবে আবেদন করতে হবে ?

এই নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের ধাপঃ

  1. UCO Bank-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান,
  2. Career / Recruitment সেকশনে ক্লিক করুন,
  3. সংশ্লিষ্ট Recruitment বিজ্ঞপ্তি নির্বাচন করুন,
  4. Registration করে আবেদন ফর্ম পূরণ করুন,
  5. আবেদন ফি জমা দিয়ে Final Submit করুন,
  6. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের কপি সংরক্ষণ করুন,

❌ Offline আবেদন গ্রহণযোগ্য নয়।

📄 গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • সব তথ্য 01-01-2026 অনুযায়ী গণনা হবে।
  • Experience গণনা হবে 02-02-2026 পর্যন্ত।
  • Interview / Call Letter সংক্রান্ত তথ্য Email ও Website-এর মাধ্যমে জানানো হবে।
  • Original documents না থাকলে আবেদন বাতিল হবে।
  • এই নিয়োগ সংক্রান্ত সব আইনি বিষয় Kolkata jurisdiction-এর অধীনে।

🔗 প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটClick Here
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
Apply OnlineClick Here
  • Recruitment Section: Career → Recruitment Opportunities

জাহাজ নির্মাণকারী সংস্থায় কর্মী নিয়োগ, যোগ্যতা সপ্তম শ্রেণী পাশ।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ (UCO Bank Recruitment 2026) পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com