গাড়ির ফ্যাক্টরিতে প্রচুর কর্মী নিয়োগ, আজই আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Vehicles Factory Recruitment 2025 – আপনি কি ভারতীয় প্রতিরক্ষা বিভাগে কাজ করতে চান? তাহলে আপনার জন্য দারুন একটি সুযোগ করে দিয়েছে হেভি ভেহিকলস ফ্যাক্টরি। তারা ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। আপনি এখানে অনলাইনে আবেদন করা যাবে।

চলুন জেনে নিই কোন কোন পোষ্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে, বয়স সীমা কত, বেতন কত দেওয়া হবে, নিয়োগ কীভাবে করা হবে, আবেদন পদ্ধতি, আবেদন ফি ও আবেদন শুরু ও দেশের তারিখ ইত্যাদির বিষয়ে।

কোন কোন পদে আবেদন করা যাবে

বিজ্ঞপ্তি অনুযায়ী গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের পদে নিয়োগ করা হচ্ছে।

কয়টি শূন্যপদ রয়েছে ? (Vehicles Factory Recruitment 2025)

মোট ৩২০ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে ১১০ টি গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের, ১১০ টি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের এবং ১০০ টি নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের শূন্যপদ।

বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন

কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে ?

গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech নিয়ে স্নাতক পাশ করতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ডিগ্রী নিয়ে পাশ করতে হবে। নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের পদের জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BA/B.Sc/B.Com/ BBA/BCA নিয়ে স্নাতক পাশ করতে হবে।

বয়স সীমা কত লাগবে ?

যদিও অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোন বয়স সীমার কথা বলা হয়নি। তবে অ্যাপ্রেন্টিস নিয়ম বলছে এরজন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। এছাড়া সরকারি সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড়ও থাকছে।

বেতন কাঠামো কত ?

এই পদগুলোতে ১ বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ও নন ইঞ্জিনিয়ারিং গ্যাজুয়েট অ্যাপ্রেন্টিসে যদি আপনি ট্রেনিং নেন তাহলে আপনাকে ৯০০০ টাকা ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস বিভাগে ট্রেনিংয়ের জন্য ৮০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদন পদ্ধতি কী ?

এখানে আবেদন করবার জন্য আপনাকে নীচের ধাপগুলো অনুসরন করতে হবে –

১) যদি আপনি এখানে (Vehicles Factory Recruitment 2025) আবেদন করতে চান তাহলে আপনাকে NATS এর পোর্টালে যেতে হবে।
২) তারপর সেখানে রেজিস্ট্রেশন করতে হবে।
৩) তারপর আপনি একটি ১২ ডিজিটের এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন।
৪) তারপর সেই নাম্বারটি লগইন করতে হবে।
৫) এরপর “Apply against advertised vacancies” এ গিয়ে ক্লিক করতে হবে।
৬) তারপর “HEAVY VEHICLES FACTORY” তে গিয়ে “Apply” অপশনে ক্লিক করতে হবে। আর সেখানে নিজের ব্যক্তিগত সকল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে। 
৭) তারপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

কবে থেকে কবে পর্যন্ত আবেদন করা যাবে ?

অনলাইন আবেদন ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে।

কীভাবে নিয়োগ করা যাবে ?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে এটিতে কোন লিখিত পরীক্ষা অথবা কম্পিউটার বেসড পরীক্ষা হবেনা। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের শোর্টলিস্ট করা হবে। তারপর যারা সিলেক্ট হয়ে যাবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।

অফিসিয়াল ওয়েবসাইট- HVF Official Website

অফিসিয়াল বিজ্ঞপ্তি- HVF Official Notification

২০০০ টাকার নোট কি বাতিল হবে ? বড় আপডেট রিজার্ভ ব্যাংকের তরফে থেকে।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।