Visva Bharati Recruitment 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। বিশ্বভারতী পাঠভবন বিদ্যালয়ে দপ্তরে তরফে থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অফলাইন এর মাধ্যমে আবেদন যোগ্য। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | বিশ্বভারতী পাঠভবন বিদ্যালয় |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৩/০১/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – English (TGT), English (TGT), Math (TGT), Math(PGT), Geography(PGT), Geography(TGT), Modelling(TGT), Chemistry(PGT), Economics(PGT),Wood Work(TGT)।
২) এখানে মোট শূন্যপদ ১১ টি।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ বছরের উপরে হতে হবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১২,০০০ টাকা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা (Visva Bharati Recruitment 2025)
যেহেতু অনেক গুলি শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে নিচে তার বিস্তারিত আলোচনা করা হলো :-
ইংরেজি শিক্ষক (টিজিটি) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অতি অবশ্যই স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সমষ্টিগত ভাবে কমপক্ষে ৫০% নম্বর সহ প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে B.ED বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে (বাংলা / ইংরেজি / হিন্দি) মাধ্যমের কাজের জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।
ইংরেজি শিক্ষক (পিজিটি) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে ৫০% নম্বর সহ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে B.ED বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং বাংলা/ইংরেজি/হিন্দি মাধ্যমের কাজের জ্ঞান,কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
গণিত শিক্ষক (পিজিটি), গণিত শিক্ষক (টিজিটি), রসায়ন শিক্ষক (পিজিটি) – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএড বা সমমানের ডিগ্রী এবং বাংলা/ইংরেজি/হিন্দি মাধ্যমের কাজের জ্ঞান থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।
মডেলিং শিক্ষক(টিজিটি) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ভাস্কর্যে স্নাতক ডিগ্রি বা ভাস্কর্যে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলা/ইংরেজি/হিন্দি মাধ্যমের কাজের জ্ঞান থাকতে হবে তাহলে আবেদন করা যাবে।
ভূগোল শিক্ষক (পিজিটি) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর (Visva Bharati Recruitment 2025) ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএড বা সমমানের ডিগ্রী,বাংলা/ইংরেজি/হিন্দি মাধ্যমের কাজের জ্ঞান থাকতে হবে।
ভূগোল শিক্ষক (টিজিটি) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ৫০% নম্বর সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএড বা সমমানের ডিগ্রী অর্জন করতে হবে।
উড ওয়াকার্স শিক্ষক(টিজিটি) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ভাস্কর্যে স্নাতক ডিগ্রি বা ভাস্কর্যে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের বাংলা/ইংরেজি/হিন্দি মাধ্যমের কাজের জ্ঞান থাকতে হবে।
অর্থনীতি শিক্ষক(পিজিটি) – এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ৫০% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএড বা সমমানের ডিগ্রী,বাংলা/ইংরেজি/হিন্দি মাধ্যমের কাজের জ্ঞান থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
www.visvabharati.ac.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
১) বয়সের প্রমাণপত্র।
২) পরিচয়ের প্রমাণপত্র।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্ক-শীট এবং সার্টিফিকেট।
৪) অভিজ্ঞতা সার্টিফিকেট / পোস্ট যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।
নিয়োগ প্রক্রিয়া (Visva Bharati Recruitment 2025)
এখানে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। চাকরিপ্রার্থীদের তাদের নিজেদের বৈধ whatsapp নাম্বার ও ইমেইল আইডি সহ একটি সম্পূর্ণ বায়োডাটা নিজে থেকে তৈরি করে ২৩/০১/২০২৫ দুপুর ১২টার মধ্যে বিশ্বভারতী পাঠভবন অফিসে পৌঁছে দিতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | … |
আবেদন শেষ | ২৩/০১/২০২৫ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
ইন্ডিয়ান নেভিতে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।