এবারের রথে যেতে চান পুরীতে ? তাহলে আপনার জন্য একটি সুখবর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আর কিছুদিন পরেই শুরু হচ্ছে রথযাত্রা (Rath Yatra)। আর সেই উৎসবের আগেই ভারতীয় রেল একটি দারুন চমক নিয়ে এসেছে। যদি আপনি ট্রেনে করে রথযাত্রা দেখতে যেতে চান তাহলে ভারতীয় রেলের এই চমকটি আপনার জন্য উপযুক্ত।

এখন থেকে ট্রেনে আসন পাওয়া আরো সহজ হয়ে যাবে। ভাবছেন কীভাবে এটি সম্ভব হবে ? আসলে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এটি নিয়ে ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

যবে থেকে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস (vande bharat express) শুরু হয়েছে তবে থেকেই এই ট্রেনটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এখন ট্রেনটি চালু হওয়ার এতদিন পরও ট্রেনটির জনপ্রিয়তা কমে যায়নি। আমাদের বাঙালির কাছে পুরী হল পছন্দের একটি পর্যটন স্থল। আর এর জন্যই এই ট্রেনে আসন সহজে পাওয়া যায়না। অন্যদিকে রথযাত্রার দিন এগিয়ে আসছে। এরজন্যই পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে আরও চারটি এসি চেয়ার কার কোচ যুক্ত করতে চলেছে ভারতীয় রেল।

কর্মকর্তারা জানিয়েছেন এক্সট্রা এসি চেয়ার কার কোচ যুক্ত হওয়ার পর ট্রেনটি আজ অর্থাৎ ১৬ মে থেকে মোট ২০ টি কোচ নিয়ে চলাচল করবে। শুধু তাই নয় রেলের কর্তারা বলেছেন পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের আপগ্রেড করা রেক কম্পোজিশনে ১৬টি এসি চেয়ার কার কোচ, ২টি এক্সিকিউটিভ চেয়ার কার কোচ, ২টি ক্রু ও এসি চেয়ার কার কোচ থাকতে চলেছে। জানিয়ে রাখি রথযাত্রা আগামী ২৭ জুন।

এইসময় দীঘার পরিস্থিতি কেমন ?

তবে জানিয়ে রাখি এবার শুধু পুরীতেই নয় দিঘাতেও অনেকেই ঘুরতে যাবেন। কারণ এইবছরই সেখানে জগন্নাথ মন্দির উদ্বোধন করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই সেই মন্দিরে রোজই জনসমাগম হচ্ছে। এখন প্রায় বেশিরভাগ মানুষেরই গন্তব্য হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির।

জানা যাচ্ছে এবার দীঘার জগন্নাথ মন্দিরেও জাঁকজমকভাবে রথযাত্রা পালন করা হবে। এবছর পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরেও কি রথযাত্রা (Rath Yatra) নিয়ে কোনওরকম প্ল্যান আছে? জানা গিয়েছে, এবার পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ ধামেও ধুমধাম করে রথযাত্রা পালন করা হবে।

দীঘায় যাওয়ার জন্যও অনেকগুলো ট্রেন রয়েছে। যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস ও কাণ্ডারী এক্সপ্রস যেগুলো প্রতি সপ্তাহে সপ্তাহ হাওড়া থেকে ছাড়ে। এছাড়াও আরো দুটো স্পেশাল ট্রেন রয়েছে। একটি হল সাঁতরাগাছি-দিঘা স্পেশাল যেটি সাঁতরাগাছি থেকে সপ্তাহে একদিন অর্থাৎ শনিবার ছাড়ে। আরেকটি হল হলপাহাড়িয়া এক্সপ্রেস, সেটিও শনিবারে চলাচল করে।

গরমের ছুটি নিয়ে নতুন আপডেট! শিক্ষা দপ্তরের নতুন নোটিশ জারি

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com