WB 8 New Medical College – রাজ্যের মেডিকেল কলেজের তালিকায় আরোও ৮টি! কোথায় হবে ? আপনার জেলা কি তালিকায় আছে?

WB 8 New Medical College -একটা দুটো নয় এবার, একেবারে আটটা মেডিকেল কলেজ পাচ্ছে এই বাংলা! পাশাপাশি আরো বেশ কিছু মেডিকেল কলেজকে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। যদি আরও আটটি মেডিকেল কলেজ চালু করা হয়, তাহলে রাজ্যজুড়ে সব মিলিয়ে মেডিকেল কলেজের সংখ্যা হবে ৪৪টি। তাই বলাই যায়, একাধিক পালক যুক্ত হতে চলেছে বাংলার স্বাস্থ্য মানচিত্রে।

কবে থেকে চালু হবে মেডিকেল কলেজগুলি

চলতি শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে এই আটটি মেডিকেল কলেজ। চিকিৎসা-শিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে, দেশ জুড়ে এই বছরে ১১২টি নতুন মেডিক্যাল কলেজ চালু হবে। তারই মধ্যে পশ্চিমবঙ্গের ভাগে থাকছে আটটি।

নারায়ণ ভান্ডার প্রকল্প নাম শুনেছেন? আবেদন করলেই ২০০০ প্রতিমাসে

স্বাস্থ্য দফতর জানিয়েছে, পুরুলিয়ার ভারত মেডিক্যাল কলেজ, অশোকনগরের এমআর ইনস্টিটিউট সায়েন্স, খড়গপুরের ডাঃ বিসি রায় মাল্টি স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টার, বর্ধমানের ইস্ট-ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবার এমবিবিএস ছাত্র-ছাত্রীদের ভর্তি নেবে।

MBBS পড়ুয়া ভর্তি নেবে এই কলেজগুলি (WB 8 New Medical College)

এবার এমবিবিএস পড়ানো হবে নিউ টাউনের পিকেজি মেডিক্যাল কলেজ, রানাঘাটের মন্দাকিনি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, রঘুনাথগঞ্জের জাকির হোসেন মেডিক্যাল কলেজ এবং কৃষ্ণনগরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। এবার আশা করা হচ্ছে, এমবিবিএস আসনের সংখ্যা পেরোবে ৬০০০। আগামী দিনে আরও আসন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দফতরের।

কোন কলেজগুলি সম্প্রসারণ করা হবে

তবে শুধু নতুন মেডিকেল কলেজ নয়, পাশাপাশি বেশ কিছু মেডিকেল কলেজগুলিকে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে (WB 8 New Medical College) রয়েছে মালদা মেডিক্যাল কলেজ, ইএসআই মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজ,আইকিউ সিটি মেডিক্যাল কলেজ, সানাকা মেডিক্যাল কলেজ, কেপিসি মেডিক্যাল কলেজ।

নতুন মেডিকেল কলেজ পেলনা উত্তরবঙ্গ

রাজ্য জুড়ে আটটি নতুন মেডিকেল কলেজ চালু হওয়ার কথা জানা গেলেও সেই ব্রাত্য রয়ে গেল উত্তরবঙ্গ। তালিকায় উত্তরবঙ্গের নাম নেই। উত্তরবঙ্গের (WB 8 New Medical College) প্রতি এমন বঞ্চনা কেন সেই নিয়েই উঠেছে প্রশ্ন। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের সুযোগ সুবিধা কম হওয়া নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দীর্ঘদিনের। মেডিকেল কলেজের তালিকাতে উত্তরবঙ্গের নাম না থাকায় ক্ষুব্ধ উত্তরবঙ্গের বাসিন্দারা। তবে উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলি সম্প্রসারণ করা হবে বলে খবর।

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, আবেদন করলে মিলবে ৫০,০০০ টাকা।