WB BDO BRC-EP Vacancy – জেলায় BDO অফিসে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১০,০০০ টাকা। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB BDO BRC-EP Vacancy – বেকারত্বের দিন শেষ। ঝাড়গ্রাম জেলায় বিডিও অফিসের অধীনে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকলেই এখানে আবেদন করা যাবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? বয়স সীমা কি থাকছে ? মাসিক বেতন কত হবে ? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাJarnboni Development Block
পদের নামBRC-EP Coordinator
মোট শূন্যপদনিচে উল্লেখিত 
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ২৩-০৯-২০২৫

পদের নাম 

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – BRC-EP Coordinator।

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তার আগে অবশ্যই বয়সের হিসাব ১ সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী হিসাব করে দেখে নিতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে।

২) উল্লেখ উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১০,০০০/- টাকা প্রদান করা হবে।

শিক্ষাগত যোগ্যতা (WB BDO BRC-EP Vacancy)

যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকতে হবে তার সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

অন্যান্য যোগ্যতা 

এখানে প্রার্থীদের অবশ্যই SHGs  মেম্বার হতে হবে। এছাড়া প্রার্থী যদি উচ্চমাধ্যমিকে অংক সাবজেক্ট থেকে থাকে তাহলে অবশ্যই তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া যেখান থেকে বিজ্ঞপ্তি রয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া প্রার্থীকে অবশ্যই দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

jhargram.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের চারটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, সর্বপ্রথম লিখিত পরীক্ষা হবে যা ১০০ নম্বরের এবং পরবর্তীকালে ফিল্ড অ্যাবিলিটি টেস্ট পরীক্ষা (WB BDO BRC-EP Vacancy) হবে যা ৫০ নম্বরের এবং সর্বশেষ কম্পিউটার টেস্ট পরীক্ষা হবে কুড়ি নাম্বারের এছাড়া পার্সোনাল ইন্টারভিউ হবে ৩০ নম্বরে অর্থাৎ এতগুলি ধাপের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। 

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড/
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৩) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
৫) এছাড়া আর অন্যান্য, 

কি ভাবে আবেদন করতে হবে ? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১১-০৯-২০২৫
আবেদন শুরু১২-০৯-২০২৫
আবেদন শেষ২৩-০৯-২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটjhargram.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now
More DetailsClick Here

জেলায় স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, বয়সসীমা ২১ থেকে ৪০ এর মধ্যে।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

Related Articles

Back to top button