WB BLF Recruitment 2025 -রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর নিয়ে এসেছে কৃষ্ণনগর রাজ্যের জেলা ব্লক অফিস। মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই করতে পারবে আবেদন এখানে। চলুন জেনে নিই কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে, আবেদন জানানোর শেষদিন কবে, প্রার্থীদের কীভাবে নিয়োগ করা, বয়সসীমা কত হবে।
পদের নাম – বয়স সীমা
পদের নাম – ব্লক লেভেল ফেসিলিটেটর
বয়সীমা – এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ অনুযায়ী হতে হবে ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা – মাসিক বেতন (WB BLF Recruitment 2025)
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। এছাড়া প্রার্থীদের কম্পিউটার সার্টিফিকেট, মাইনরিটি কালচার ও Wakf সম্পর্কে জ্ঞান থাকতে হবে। শুধু তাই নয় এই বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন – এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক ১২,৫০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া আরো ৫,০০০ টাকা ডিএ, টিএ ও অন্যান্য খরচের জন্য দেওয়া হবে।
এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে ?
nadia.gov.in পোর্টাল এ এই ওয়েবসাইট প্রকাশিত হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া – আবেদন পদ্ধতি – গুরুত্বপূর্ণ তারিখ
নিয়োগ প্রক্রিয়া
এই পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা, (WB BLF Recruitment 2025) অনলাইন টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (BLF Job Vacancy 2025)
১) রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দুই কপি
২) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
৩) বয়সের প্রমাণপত্র
৪) জাত সংস্থাপত্র
৫) কম্পিউটার সার্টিফিকেট
৬) আধার বা ভোটার কার্ড
৭) অভিজ্ঞতার সার্টিফিকেট
৮) দুই কপি পাঁচ টাকার ডাক টিকিট
কী ভাবে আবেদন করতে হবে ?
১) এই পদে আবেদন করবার জন্য প্রথমে আপনাকে nadia.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) তারপর সেটি ডাউনলোড করে A4 সাইজ পেপারে প্রিন্ট করে ঠিকমতো পূরণ করতে হবে।
৩) তারপর সেটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি দিয়ে সঠিক ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদন জানানোর শেষদিন হল ০৯/০৪/২০২৫। তাই আপনাকে এই সময়ের আগেই আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Sub-Divisionar officer, Sadar,nadia krishnanagar
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।