WB Coordinator Recruitment 2025 – জেলায় কো-অর্ডিনেটর কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১৬,৫০০ টাকা।

WB Coordinator Recruitment 2025 – চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। কালিম্পং জেলার দপ্তরে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাDistrict Magistrate, Kalimpong
পদের নামডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅফলাইন 
আবেদনের শেষ তারিখ ৩১/০১/২০২৫

পদের নাম ও শূন্যপদ 

১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর।

২) এখানে মোট শূন্যপদ ০১ টি। 

বয়স সীমা ও বেতন

১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ৩২ থেকে সর্বোচ্চ ৬৪মধ্যে হতে হবে। এছাড়া এখানে প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে। 

২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতিমাসে ১৬,৫০০ টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (WB Coordinator Recruitment 2025)

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য আবেদনকারীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (H.S) পাস  যোগ্যতা থাকতে হবে এছাড়া আবেদন কারীদের জীববৈচিত্র্য এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান,পরিবেশ / সামাজিক শিক্ষা  এছাড়া সরকারি খাতে কাজ করার কমপক্ষে পাঁচ বছরের বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে ও প্রতিবেদন তৈরি এবং কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে তাহলে এখানে আবেদন করা যাবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।


এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?

kalimpong.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) জন্ম তারিখের প্রমাণপত্র।
২) আধার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
৪) অভিজ্ঞতা সংস্থাপত্র।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।

নিয়োগ প্রক্রিয়া (WB Coordinator Recruitment 2025)

এখানে প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার উপর মেরিট লিস্ট ‌এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

কি ভাবে আবেদন করতে হবে? 

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে যে নথি গুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন দেখবেন, বুঝবেন, যাচাই করবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৮-০১-২০২৫
আবেদন শেষ৩১/০১/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

বন দপ্তরে কর্মী নিয়োগ, বয়স সীমা ১৮ থেকে সর্বোচ্চ ৪০।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।