WB Delay Birth Certificate Apply Process – দেশে এখন ভোটার তালিকা সংশোধন করা শুরু হচ্ছে। শুধু তাই নয় নাগরিকত্বের প্রমাণ নিয়েও জনগণের মধ্যে হট্টগোল হচ্ছে। অন্যদিকে এখনো অনেক নাগরিকরা তাদের জন্ম সনদ তৈরি করেনি। অনেকেরই বয়স পার হয়ে গেছে বা কোনো কারণ ছাড়া তারা বানায় নি সনদ। তবে চিন্তা নেই তাদেরকে জন্ম সনদ বানানোর সুযোগ দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের একটি ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে বানানো যাবে জন্ম সনদ।
যদি কোনো শিশুর জন্মের এক বছর পর জন্ম সনদ বানানো হয় তবে সেটিকে Delayed Registration হিসেবে গণ্য করা হয়। এরজন্য আপনাকে অনেকগুলো ধাপ অনুসরন করতে হবে ও District Magistrate অথবা Executive Magistrate এর কাছে যেতে হবে।
কী কী ডকুমেন্ট লাগবে ?
১) হলফনামা: বাবা-মা অথবা প্রাপ্তবয়স্ক আবেদনকারীর স্বাক্ষরিত হলফনামা যেখানে জন্মের সময়, স্থান এবং পরিস্থিতি বর্ণনা করা থাকে।
২) পরিচয়পত্র: আবেদনকারী ও সন্তানের আধার, ভোটার আইডি বা পাসপোর্ট দরকার।
৩) জন্মপ্রমাণ: হাসপাতালের জন্মপ্রমাণপত্র, ডাক্তার/দাইয়ের লিখিত প্রমাণ বা হাসপাতাল ডিসচার্জ সার্টিফিকেট খুবই প্রয়োজনীয়।
৪) স্থানীয় প্রত্যয়নপত্র: গ্রাম প্রধান, কাউন্সিলর অথবা স্থানীয় বাসিন্দার স্বাক্ষরিত ঘোষণাপত্র-জন্ম সংক্রান্ত তথ্য যাচাই করা হবে।
আপনি আবেদনপত্র ও সকল ডকুমেন্ট স্থানীয় পৌরসভা, পৌর সংস্থা বা পঞ্চায়েত অফিসে জমা দিতে পারেন অথবা অনলাইনে সংশ্লিষ্ট পৌরসভা/ ব্লক/ জেলার ওয়েবসাইটে গিয়ে জমা দিতে পারেন (যদি জমা দেওয়া যায়)। আগেই জানানো হয়েছে যে জন্মের ১ বছর পর বা তার অনেক সময় পর সনদ বানাতে হলে আবেদনটি সংশ্লিষ্ট District Magistrate বা Executive Magistrate-এর কাছ থেকে অনুমোদন নিতে হবে। এরপরই আপনার জন্ম সনদ ইস্যু করা হবে।
প্রথমে আপনাকে আপনার জেলার BDO, SDO বা SDM অফিস থেকে শংসাপত্র/অনুমতি নিতে হবে। শহরে থাকলে আপনাকে Municipality বা Corporation Office এটি পরিচালনা করে। যদি আপনি দেরি করে জন্মনিবন্ধন করেন তাহলে আপনাকে Late Fine হিসেবে ২১০০-২৫০০ টাকা দিতে হবে। এছাড়াও অনেক ক্ষেত্রে Affidavit-এর নোটারি ফিও দিতে হয়।
কীভাবে যাচাই প্রক্রিয়া হয় ?
১) প্রথমে ম্যাজিস্ট্রেট অথবা কর্তৃপক্ষ আবেদনকারীর নথি যাচাই করে অনুমোদন দেবেন।
২) তবে স্থানীয় কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের সুপারিশও (Declaration) অনেক ক্ষেত্রেই কার্যকর হয়।
জন্ম সনদ কখন কখন লাগবে ?
১) স্কুলে ভর্তির জন্য
২) বৃত্তি আবেদনের জন্য
৩) আধার কার্ড তৈরি করার সময়
৪) পাসপোর্ট তৈরি করার সময়
৫) ডোমিসাইল সার্টিফিকেট বানানোর সময়
৬) সরকারি চাকরির জন্য।
যদি আপনি সাধারণ আবেদন করেন তাহলে আপনি ৫-৭ দিনের মধ্যে সনদ পেয়ে যাবেন। যদি Delayed Registration (১+ বছর পর) করেন তাহলে আপনি ১৫-৩০ দিন পর অথবা Magistrate Order অনুযায়ী যেকোনো দিনে পেয়ে যাবেন।
ব্যবসা শুরু করুন পোল্ট্রি ফার্মের, সরকার দিচ্ছে ৫০ হাজার থেকে ৯ লাখ টাকার লোন, জানুন বিস্তারে
এগুলো বানাতে কী করতে হবে ?
১) এরজন্য আপনাকে স্থানীয় পঞ্চায়েত অথবা BDO অফিসে যেতে হবে।
২) যদি শহরে থাকেন তাহলে পৌরসভা বা কর্পোরেশন অফিসে গিয়ে Birth and Death Registrar কাছে যেতে হবে।
৩) যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনাকে edistrict.wb.gov.in/portal যেতে হবে। (যদিও সব জায়গায় এটি উপলব্ধ না-ও থাকতে পারে)
যদি আপনার সন্তানের জন্মের বয়স এক বছর পার হয়ে যায় তাহলে আর দেরি না করে আজই জন্ম সনদ বানিয়ে ফেলুন। অনলাইনে রাজ্য সরকার নতুন সুযোগ করে দিয়েছে জন্ম সনদ তৈরি করার। এরজন্য সামান্য ফি জমা দিতে হবে আর সময়ও খুব কম লাগবে।