WB DEO Vacancy 2023 – রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে Data Manager পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে ছেলে ও মেয়ে প্রার্থী আবেদন করতে পারবে।
এখানে আবেদন করতে কোন রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়ুন বুঝুন তারপরে নিজের দায়িত্বে আবেদন করুন।
নিয়োগ সংস্থা | Dakshin Dinajpur -Balurghat (DPMU, Kanyashree Prakalpa) |
পদের নাম | Data Manager |
মোট শূন্যপদ | ০১ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ৩০-০৯-২০২৩ |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
পদের নাম ও শূন্যপদ (WB DEO Vacancy 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হচ্ছে Data Manager।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ০১ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে। তাছাড়া আবেদন করার সময় অতি অবশ্যই ০১-০৮-২০২৩ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে।
২) এখানে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১১,০০০/- টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের অতি অবশ্যই এখানে আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয় গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে সঙ্গে অতি অবশ্যই কম্পিউটার জানা ও তার সাথে সার্টিফিকেট থাকতে হবে। এ ছাড়া প্রার্থীকে কমপক্ষে 30 WPM স্পীডে টাইপিং এর দক্ষতা থাকলে তবে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
ddinajpur.nic.in পোর্টালে পাওয়া (WB DEO Vacancy 2023) তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন করতে (WB DEO Vacancy 2023) কি কি ডকুমেন্টস লাগবে?
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) বয়সের প্রমাণপত্র।
৩) কম্পিউটার সার্টিফিকেট।
৪) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট।
৫) আধার কার্ড বা ভোটার কার্ড।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে (WB DEO Vacancy 2023) হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৪-০৯-২০২৩ |
আবেদন শুরু | ০৫-০৯-২০২৩ |
আবেদন শেষ | ৩০-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | https://ddinajpur.nic.in/ |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – ৭৫৪৭ শূন্যপদে SSC কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন অনলাইনে।