WB District Court New Vacancy 2024 – চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কোর্টে তরফে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। অষ্টম ও মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করা যাবে। এখানে কিভাবে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
নিয়োগ সংস্থা | Bankura eCourt (Bankura District Court) |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | নিচে উল্লেখিত |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৪-০৬-২০২৪ |
নতুন চাকরির খবর – AIIMS-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করুন
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Upper Division Clerk, Lower Division Clerk, Seal Bailiff, Process Server, Group-D (Peon/Night-Guard)।
২) এখানে মোট শূন্যপদ ৯৯টি।
বয়স সীমা ও বেতন
১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ রাখা হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় ও এখানে পাওয়া যাবে। বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
২) এখানে অনেকগুলি শূন্যপদে পদে আলাদা আলাদা বেতন আছে যার নিচে পদ অনুযায়ী সমস্ত তথ্য উল্লেখ করে দেওয়া হলো।
Upper Division Clerk – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা মধ্যে হবে।
Lower Division Clerk – এই পদে আবেদন করলে এবং আপনারা যদি চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ২২ হাজার ৭০০ টাকা থেকে ৫৮ হাজার ৫০০ টাকার মধ্যে হবে।
Seal Bailiff – ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকার মধ্যে হবে।
Process Server – ২১,০০০/- টাকা থেকে ৫৪,৫০০/- টাকার মধ্যে হবে।
Group-D (Peon/Night-Guard/Farash) – এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা মধ্যে হবে।
শিক্ষাগত যোগ্যতা (WB District Court New Vacancy 2024)
সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস থাকলেও এখানে আবেদন করা যাবে। এ বিষয়ে আরো বিস্তারিত তলায় উল্লেখ করে দেওয়া হলো।
(WB District Court New Vacancy 2024)
Upper Division Clerk – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করা থাকতে হবে।
Lower Division Clerk – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে।
Seal Bailiff – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে।
Process Server – এখানে আবেদন করবেন ভাববেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের অষ্টম পাস যোগ্যতা লাগছে।
Group-D (Peon/Night-Guard/Farash) – এখানে আবেদন করবেন ভাববেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের অষ্টম পাস যোগ্যতা লাগছে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
bankura.dcourts.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ প্রক্রিয়া (WB District Court New Vacancy 2024)
উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা, সাক্ষাৎকার উপর ভিত্তি করে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে।
আবেদন মূল্য কি আছে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আবেদনমূল্য কোন পদের ক্ষেত্রে কত কি আছে সে সংক্রান্ত বিষয় সমস্ত তথ্য জানতে গেলে অবশ্যই সংস্থার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্ব আবেদন সম্পন্ন করতে পারেন।
কি ভাবে আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস (WB District Court New Vacancy 2024) চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ | ২৪-০৬-২০২৪ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | bankura.dcourts.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
Apply Online | Click Here |
নতুন চাকরির খবর – কেন্দ্র MTS পদে কর্মী নিয়োগ, অষ্টম পাশ যোগ্যতায় আবেদন করুন
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।