WB District Job Vacancy 2025: ইন্টারভিউ মাধ্যমে জেলায় কর্মী নিয়োগ, বেতন মাসে ১৪,০০০ টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB District Job Vacancy 2025: সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার প্রভু ধা ভারতী শিশু তীর্থ একটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাশ করলেই এখানে আবেদন করা যাবে। এখানে আলাদাভাবে আবেদন করতে হবে না প্রার্থীদের। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই ।

নিয়োগ সংস্থাজেলার প্রভু ধা ভারতী শিশু তীর্থ
পদের নামঅফিস অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ৬টি
আবেদন মাধ্যম১টি
ইন্টারভিউয়ের তারিখ২৮/০৮/২০২৫

পদের নাম ও শূন্যপদ

১) এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট-এর পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ১ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।

বয়স সীমা ও মাসিক বেতন

পশ্চিম মেদিনীপুর জেলার প্রভু ধা ভারতী শিশু তীর্থ এই পদটিতে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই পদটিতে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ১৪,০০০ টাকা বেতন দেওয়া হবে । এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়ালি প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদটিতে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। শুধু তাই নয় যেকোনো সরকারি কিংবা NGO সংস্থায় তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটারে দক্ষ হতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই পশ্চিম মেদিনীপুর জেলার প্রভু ধা ভারতী শিশু তীর্থর নোটিফিকেশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এই পদটিতে প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।

কীভাবে আবেদন করবেন এখানে ?

এখানে আলাদাভাবে আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন সরাসরি সঠিক ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে গেলেই হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

আবেদন ফি কত ?

এখানে প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে কিনা সেটা জানানো হয়নি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

ইন্টারভিউয়ের তারিখ : ২৮/০৮/২০২৫

ইন্টারভিউয়ের ঠিকানা

Prabuddha Bharati Shishutirtha, Jnanendra Bhawan, Near Kharagpur LIC More, At+P.O- Inda, P.S-Kharagpur Town, Dist.- Paschim Medinipur

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

৫০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কী কী যোগ্যতা লাগবে জানুন বিস্তারে।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com