WB DM Office Job Vacancy 2024 – DM অফিসে নতুন কর্মী নিয়োগ, বেতন – ১৮,৫৩৬/- টাকা দেওয়া হবে।

WB DM Office Job Vacancy 2024 – প্রতিনিয়ত রাজ্য সরকারের তরফে রাজ্যের যুবক যুবতীদের জন্য বিভিন্ন চাকরির সুখবর তথ্য প্রকাশিত হয়। সেরকম পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় চাইল্ড হেল্পলাইন পরিষেবা দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব আগ্রহী চাকরিপ্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় রত তাদের জন্য সুবর্ণ সুযোগ।

শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে ইচ্ছুক প্রার্থীরা। আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাপশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় চাইল্ড হেল্পলাইন পরিষেবা দপ্তর
পদের নামCounselor
মোট শূন্যপদনিচে উল্লেখ করা আছে
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৯/০৭/২০২৪

নতুন চাকরির খবর – রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

পদের নাম ও শূন্যপদ

এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Counselor

এই পদে মোট ১ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়সসীমা ও বেতন

(১) উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে প্রযোজ্য হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদে যাচাই করনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ১৮,৫৩৬/- টাকা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে সমাজকর্ম /সমাজবিদ্যা /সাইক হোলজি /জনস্বাস্থ্য /কাউন্সেলিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীর নারী ও শিশু উন্নয়ন /সমাজ কল্যাণের ক্ষেত্রে সরকার /এনজিওর সাথে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

kalimpong.gov.in এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (WB DM Office Job Vacancy 2024)

১) বয়সের প্রমাণপত্র হিসাবে (প্যান কার্ড/ভোটার কার্ড/স্কুল অ্যাডমিট কার্ড/জন্ম সার্টিফিকেট/আধার কার্ড)।
২) আবাসিক প্রমাণপত্র হিসাবে (আধার কার্ড/ভোটার কার্ড/স্থানীয় কর্তৃপক্ষ/পৌরসভা/বিডিও ইত্যাদির শংসাপত্র)।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে (সার্টিফিকেট/মার্কশিট)।
৪) অভিজ্ঞতার শংসাপত্র।
৫) পাসপোর্ট সাইজের ছবি।
৬) কম্পিউটার সার্টিফিকেট।

নিয়োগ প্রক্রিয়া

উল্লেখিত পদে শিক্ষাগত যোগ্যতা (১০ নম্বর), নারী ও শিশু/সমাজ কল্যাণের ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা (১০ নম্বর), কম্পিউটার দক্ষতা (১০ নম্বর) এবং ভাইভা ভয়েস (৫) নম্বরের ভিত্তিতে ভিত্তিতে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

কি ভাবে আবেদন করতে হবে?

যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই (WB DM Office Job Vacancy 2024) বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০১/০৭/২০২৪
আবেদনের শেষ তারিখ১৯/০৭/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটkalimpong.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর – ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি

বিঃদ্রঃ-উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।