WB DM Office Recruitment 2023 – রাজ্য সমস্ত বেকার চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গ যে কোন জেলা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে। আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট |
পদের নাম | অফিস ইনচার্জ, কাউন্সিলর, হাউস মাদার, নাইট গার্ড এবং অন্যান্য। |
মোট শূন্যপদ | ১৭ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ৩১-০৮-২০২৩ |
নতুন চাকরির খবর – রামকৃষ্ণ মিশনে গ্রুপ ডি ও শিক্ষা কর্মী নিয়োগ, যোগ্যতা অষ্টম পাশ
পদের নাম ও শূন্যপদ (WB DM Office Recruitment 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে অফিস ইনচার্জ, কাউন্সিলর, হাউস মাদার, নাইট গার্ড এবং অন্যান্য।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে মোট ১৭ টি শূন্য করে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) সংস্থার বিজ্ঞপ্তি (WB DM Office Recruitment 2023) অনুযায়ী উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর মধ্যে হতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় ও এখানে পাওয়া যাবে।
২) যেহেতু এখানে অনেকগুলি শূন্য পদ আছে সেক্ষেত্রে বিভিন্ন পদে আলাদা আলাদা বেতন ধার্য করা আছে তা উল্লেখ করে দেওয়া হল – অফিস ইন চার্জ – ৩৩,১০০, হাউসকিপার – ১২,০০০ টাকা, কুক – ১২,০০০, নাইট ওয়াচ ম্যান – ১২,০০০, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার – ২৩,১৭০ টাকা, কাউন্সিলর – ২৩,১৭০, হাউস মাদার – ১৪,৫৬৪ টাকা, স্টোর কিপার – ১৮,৫৩৬ টাকা, প্যারামেডিকেল স্টাফ – ১২,০০০ টাকা, আরো বিস্তারিত জানার জন্য অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা (WB DM Office Recruitment 2023)
যে সকল ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেহেতু এখানে অনেকগুলি পদ আছে, প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে, সেটা আর এখানে উল্লেখ করে দেওয়া হলো না আপনারা সেই শিক্ষাগত যোগ্যতা জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সমস্ত কিছু দেখে বুঝে তারপরে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তি (WB DM Office Recruitment 2023) কোথা থেকে প্রকাশ হয়েছে ?
uttardinajpur.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মূল্য কি লাগবে?
এখানে আবেদন করতে (WB DM Office Recruitment 2023) কোন রকম টাকা-পয়সা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করা যাবে।
কি ভাবে (WB DM Office Recruitment 2023) আবেদন করতে হবে?
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করবেন ভাববেন তাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারেন। অনলাইনে মাধ্যমে আবেদন করার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে আবেদন ফরমটি ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট যা চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে জমা করতে হবে। সর্বশেষ আবেদন পত্র এক কপি প্রিন্ট আউট করে কাছে রেখে দিতে হবে। আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই সমস্ত অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন সেখানে সমস্ত কিছু তথ্য উল্লেখ করে দেওয়া আছে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০২.০৮.২০২৩ |
আবেদন শুরু | ০৩.০৮.২০২৩ |
আবেদন শেষ | ৩১-০৮-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | View Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
FAQ: জেলার ডিএম অফিসে কর্মী নিয়োগ ২০২৩ (WB DM Office Recruitment 2023)
Q – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কত ?
Ans – বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ আছে অবশ্যই ওটি দেখে নিন।
Q – কতজনকে এখানে নিয়োগ করা হবে ?
Ans – ১৭ জনকে নিয়োগ করা হবে।
Q – আবেদন করার জন্য বয়সসীমা কত লাগছে?
Ans – সর্বোচ্চ ৪০ বছর।
Q – আবেদন শুরু কবে থেকে?
Ans – ০২.০৮.২০২৩ তারিখ থেকে।
Q – আবেদন করা শেষ তারিখ কবে?
Ans – ৩১-০৮-২০২৩ এই তারিখ অব্দি।
নতুন চাকরির খবর – রাজ্যজুড়ে বিভিন্ন ব্যাংকে ক্লার্ক নিয়োগ, শূন্যপদ ৪৫৪৫ টি