WB Government 552 Vacancy Announcement – লোকসভা নির্বাচনেই পর পরই রাজ্যে কর্মসংস্থানের দিকে বিশেষ নজর দিতে তৎপর হলো রাজ্য সরকার। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ছিল। এই বৈঠকেই রাজ্যে বিভিন্ন দফতরে একাধিক শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো। জানানো হয়েছে যে, রাজ্যের একাধিক দফতরে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেছেন। এছাড়াও, রাজ্যে পৌরসভাগুলিতে নানান সমস্যা, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নানা সমস্যা সহ এক একটি দফতরের কার্যপদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সমস্ত সমস্যার যাতে দ্রুত সমাধান হয় সংশ্লিষ্ট দফতরের আধিকারিক সহ অফিসারদের নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্রের খবর, মন্ত্রিসভার প্রথম বৈঠকে নিয়োগ সংক্রান্ত বড় পদক্ষে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ৫৫২ টি শূণ্য পদের নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। একাধিক দপ্তরে হবে এই নিয়োগ।
WB Government 552 Vacancy Announcement
নবান্ন সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত ৫৫২টি শূন্য পদের মধ্যে রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরে ২৭০ টি শূন্যপদে নিয়োগ করবে সরকার। এছাড়াও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নানান গুরুত্বপূর্ণ বিভাগে ১০৫টি শূন্য পদে নিয়োগের অনুমোদন মিলেছে বলে খবর।
রাজ্যে বিভিন্ন স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঝাড়গ্রামে পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহলের নানান স্কুলে সাঁওতালি ভাষার ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে মন্ত্রীসভার বৈঠকে।
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদগুলিতে (WB Government 552 Vacancy Announcement) নিয়োগের এই অনুমোদন মেলার পর, আশা করা হচ্ছে এবার সংশ্লিষ্ট দপ্তর থেকে খুব দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। রাজ্য সরকারের তরফের সংশ্লিষ্ট দপ্তরগুলিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস সহ একাধিক পরীক্ষার তারিখ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। WBPSC এর ওয়েবসাইটে রয়েছে উল্লেখিত পরীক্ষাগুলির সংক্রান্ত নোটিশ। এরই মাঝে রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে নতুন কিছু শূন্য পদে নিয়োগের জন্য অনুমোদন মিলেছে।
আগামী দিনে এই সমস্ত পদগুলিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে সংশ্লিষ্ট দপ্তরগুলি। এটি চাকরি প্রার্থীদের জন্য নিঃসন্দেহে দারুন গুরুত্বপূর্ণ একটি খবর। আর তাতে আনন্দিত চাকরি প্রার্থীরা। এবার দেখার, কত তাড়াতাড়ি রাজ্য সরকারের পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।