WB Govt Scholarships 2025: আর চিন্তা নেই! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Govt Scholarships 2025: প্রতি বছর বাংলার ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ দিয়ে থাকে পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকার। যেগুলো মূলত উচ্চ শিক্ষার সুবিধার জন্যই করা হয়। এই স্কলারশিপ গুলোর আবেদন প্রক্রিয়া মাধমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করার পরই শুরু হয়ে যায়। কিন্তু অনেকেই জানে না এই স্কলারশিপগুলো পেতে কত নম্বর লাগে এবং কোন স্কলারশিপ কার কার জন্য উপযুক্ত। চলুন এই বিষয়ে জেনে নিই বিস্তারিত।

রাজ্যে কোন কোন স্কলারশিপ রয়েছে ?

বর্তমানে রাজ্যে মূলত OASIS স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ন্যাশনাল স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ,স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইত্যাদি স্কলারশিপ রয়েছে। প্রতিটি স্কলারশিপে বিভিন্ন বিভিন্ন যোগ্যতা রয়েছে।

এবার জেনে নিন কোন কোন স্কলারশিপ পেতে কত নম্বর প্রয়োজন হয়

OASIS স্কলারশিপ : এটি মূলত কমপক্ষে ৫০% SC/ST/OBC দের জন্য। যেটিতে আবেদন করবে জন্য ৫০% নম্বর থাকতে হয়। এই স্কলারশিপে বছরে ২০০০ থেকে ২০০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে।

নবান্ন স্কলারশিপ : এই স্কলারশিপে সকল শ্রেণীর পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। কিন্তু এতে আবেদন করবার যিনি ৫০% – ৬০%      নম্বর থাকতে হবে। এই স্কলারশিপে এককালীন ১০০০০/- টাকা দেওয়া হয়। জরুরি আর্থিক সহায়তা করার জন্য এটি দ্রুত অনুমোদন করা হয়।

ন্যাশনাল স্কলারশিপ : এই স্কলারশিপে সকল শ্রেণীর পড়ুয়ারাই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ৫০% নম্বর পেতে হয়। এই স্কলারশিপে ১০০০০ থেকে ৫০০০০/- টাকা দেওয়া হয়।  

কেন্দ্রীয় সরকার বিনামূল্যে Wifi দিচ্ছে! জেনে নিন কীভাবে পেতে পারেন এই পরিষেবাটি।

ঐক্যশ্রী স্কলারশিপ :  এটি সংখ্যালঘু শ্রেণীর জন্য। এতে আবেদন করবার জন্য কমপক্ষে ৫০%  নম্বর পেতে হয়। এই স্কলারশিপে ৬০০০/- থেকে ৩৩,০০০/- টাকা পর্যন্ত দেওয়া হয়। স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত এই স্কলারশিপটি দেওয়া হয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ : ৬০% নম্বর থাকলেই এটিতে আবেদন করা যায়। এই স্কলারশিপে ১২০০/-০ থেকে ৬০০০০/- টাকা পর্যন্ত দেওয়া হয়। এটি শিক্ষার সমস্ত স্তরে দেওয়া হয়।

কীভাবে নম্বর হিসেব করবেন ?

এরজন্য আপনাকে মাধ্যমিক ৭০০ নম্বরের মধ্যে ৩৫০ নম্বর পেতে হবে। এছাড়াও উচ্চমাধ্যমিক পরীক্ষায় Best of Five সাবজেক্টে ৫০০ এর মধ্যে ২৫০ পেতেই হবে। স্নাতক বা স্নাতকোত্তরে আগের পরীক্ষাগুলোতে কমপক্ষে ৫০% মার্কস পেতেই হবে।

কীভাবে আবেদন করবেন ?

উপরের সকল স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

প্রতিটি স্কলারশিপের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। সেখানে গিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফর্ম পূরণ করে জমা দিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

• পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট

• স্কুল বা কলেজের বোনাফাইড সার্টিফিকেট

• জাতি ও আয় সংক্রান্ত সার্টিফিকেট (যদি থাকে)

•  আধার কার্ড

এই বিষয়ে বিস্তারিত জানতে স্কলারশিপ গুলোর অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে এবং নিজের দায়িত্বে আবেদন করতে হবে।

রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com