WB Gram Panchayat Exam Practice Set 07 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৭, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 07 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিকপদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Exam Practice Set 07)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 07

১) ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে ?

[A] ২রা ফেব্রুয়ারি

[B] ১রা ফেব্রুয়ারি

[C] ৩রা ফেব্রুয়ারি

[D] কোনোটিই নয়

Answer – ১রা ফেব্রুয়ারি

২) দুর্ঘটনা এবং যানজট কমাতে Sadak Surakhya Force লঞ্চ করল কোন রাজ্য ?

[A] কর্ণাটক

[B] উত্তর প্রদেশ

[C] গুজরাট

[D] পাঞ্জাব

Answer – পাঞ্জাব

৩) 2023 Corruption Index – এ ভারতের স্থান কত ?

[A] ৯০

[B] ১০১

[C] ৯৫

[D] ৯৩

Answer – ৯৩

৪) সম্প্রতি প্রয়াত রাধা চম্পাকালক্ষ্মী কে ছিলেন ?

[A] ঐতিহাসবিদ

[B] গায়িকা

[C] চিকিৎসক

[D] অভিনেত্রী

Answer – ঐতিহাসবিদ

৫) khelo India winter Games 2024 এর ম্যাসকট হলো কোনটি ?

[A] Sheen-e She

[B] Laya

[C] Zinxi

[D] Shera

Answer – Sheen-e She

WB Gram Panchayat Exam Practice Set 07

৬) কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার পুনরায় নির্বাচিত হলেন Azali Assoumani ?

[A] ক্যামেরুন

[B] কমোরোস

[C] মরক্কো

[D] আলজেরিয়া

Answer – কমোরোস

৭) ওড়িশা ফুটবল ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে Kalinga Super Cup জিতলো কে ?

[A] ইস্ট বেঙ্গল

[B] মোহন বাগান

[C] বেঙ্গালুরু

[D] কোনোটিই নয়

Answer – ইস্ট বেঙ্গল

৮) IMF এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের GDP গ্রোথ কত শতাংশ হবে ?

[A] ৫.৯ %

[B] ৬.২ %

[C] ৬.৭ %

[D] ৭%

Answer – ৬.৭%

৯) প্রথমবার মানুষের মস্তিষ্ককে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করল কোন কোম্পানি?

[A] AMD

[B] Microsoft

[C] Apple

[D] Neuralink

Answer – Neuralink 

১০) কোন রাজ্য পুলিশের DSP পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা ?

[A] হরিয়ানা

[B] উত্তর প্রদেশ

[C] উত্তরাখন্ড

[D] মহারাষ্ট্র

Answer – উত্তর প্রদেশ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে ?

[A] ৩রা ফেব্রুয়ারি

[B] ২রা ফেব্রুয়ারি

[C] ৫ই ফেব্রুয়ারি

[D] ৪ঠা ফেব্রুয়ারি

Answer – ২রা ফেব্রুয়ারি

১২) ২০২৪ জানুয়ারি মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা ?

[A] ১.৭০

[B] ১.৫৬

[C] ১.৭২

[D] ১.৬৫

Answer – ১.৭২ লক্ষ কোটি টাকা

১৩) সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা কত ?

[A] ৭১৮

[B] ২১২

[C] ৫৩২

[D] ৭০৮

Answer – ৭১৮ টি

WB Gram Panchayat Exam Practice Set 07

১৪) কোন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছে চম্পই সোরেন ?

[A] ওড়িশা

[B] ঝাড়খন্ড

[C] মনিপুর

[D] ত্রিপুরা

Answer – ঝাড়খন্ড

১৫) Asian Cricket Council- এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে ?

[A] সৌরভ গাঙ্গুলী

[B] জয় শাহ

[C] সুনীল গাভাস্কার

[D] রজার বিনি

Answer – জয় শাহ

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here