WB Gram Panchayat Exam Practice Set 100 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০০, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 100 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০০ (WB Gram Panchayat Exam Practice Set 100)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 100

১) সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে কোন শিল্পকে বোঝায় ?

[A] পেট্রোরসায়ন শিল্প

[B] পরিবহন শিল্প

[C]  কম্পিউটার শিল্প

[D] নির্মাণ শিল্প

Answer – পেট্রোরসায়ন শিল্প

২) দেব প্রয়াগ কোন কোন নদীর সঙ্গমস্থল ?

[A] অলকানন্দা- ভাগীরথী

[B] কেলেঘাই- কোসাই

[C] অলকানন্দা- মন্দাকিনী

[D] কেলেঘাই -কংসাবতী

Answer – অলকানন্দা- ভাগীরথী

৩) সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। এটি কে রক্ষা করে?

[A] ক্যাবিনেট

[B] গণপরিষদ

[C] সুপ্রিমকোর্ট

[D] সংসদ

Answer – সুপ্রিমকোর্ট

WB Gram Panchayat Exam Practice Set 100

৪) নিম্নের কোন নৃত্যের নড়াচড়ার বৈশিষ্ট্য হলো পা বাঁকা করে তাল দেওয়া ?

[A] মনিপুরী

[B] কত্থক

[C] কথাকলি

[D] ভারতনাট্যম

Answer – ভারতনাট্যম

৫) কোন গ্রহটি আয়তনে প্রায় পৃথিবীর মতো ?

[A] শুক্র

[B] বুধ

[C] শনি

[D] মঙ্গল

Answer – শুক্র

৬) পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুড়ির মধ্যে কোন যুদ্ধ হয় ?

[A] তালিকোটা

[B] চৌষা

[C] চান্দেরী

[D] তরাইন

Answer – তরাইন

৭) নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা নেই ?

[A] নেপাল

[B] শ্রীলংকা

[C] পাকিস্তান

[D] ভুটান

Answer – শ্রীলংকা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি সর্বোত্তম সুরক্ষিত ?

[A] কোচি

[B] চেন্নাই

[C] বিশাখাপত্তনম

[D] মুম্বাই

Answer – বিশাখাপত্তনম

৯) নর্মদা নদীর Handmaid হিসেবে কোন নদী পরিচিত ?

[A] সবরমতী

[B] লুনি

[C] তাপ্তি

[D] মাহি

Answer – তাপ্তি

১০) কমনওয়েলথ গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে ?

[A] অস্ট্রেলিয়া

[B] জাপান

[C] নিউজিল্যান্ড

[D] আমেরিকা

Answer – অস্ট্রেলিয়া

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here