WB Gram Panchayat Exam Practice Set 101 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০১, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 101 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০১ (WB Gram Panchayat Exam Practice Set 101)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 101

১) Andit Lacchu Maharaj Award পাচ্ছেন কে ?

[A] সাইরা বানু

[B] হেমা মালিনী

[C] কেউই নন

[D] উভয়ই

Answer – উভয়ই

২) Archery World Cup Stage -1 এ সোনা জিতল কোন দেশের পুরুষ টিম ?

[A] ভারত

[B] দক্ষিণ কোরিয়া

[C] নেদারল্যান্ড

[D] চীন

Answer – ভারত

৩) নীলগিরি টগরডেমের প্রাণী জাতিকে রক্ষা করতে সমীক্ষা শুরু করল কোন রাজ্য ?

[A] কর্ণাটক

[B] কেরালা

[C] অন্ধ্রপ্রদেশ

[D] তামিলনাড়ু

Answer – তামিলনাড়

WB Gram Panchayat Exam Practice Set 101

৪) Goldman Environmental Prize 2024 পেলেন কে ?

[A] অলক শুক্লা

[B] তপন মুর্মু

[C] প্রবীর প্রধান

[D] কানাই মৈত্রী

Answer – অলোক শুক্লা

৫) ভূমি সম্পদ দপ্তর এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] সুধির কামাত

[B] সৌরভ গর্গ

[C] সর্বদানন্দ বার্নওয়াল

[D] বিশ্বজিৎ কৌর

Answer – সর্বদানন্দ বার্নওয়াল

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৬) যানবাহন আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কোন দেশ ?

[A] ভারত

[B] শ্রীলঙ্কা

[C] পাকিস্তান

[D] বাংলাদেশ

Answer – শ্রীলঙ্কা

৭) বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরির ঘোষণা করল কোন দেশ

[A] সৌদি আরব

[B] UAE

[C] কাতান

[D] বাহরাইন

Answer – সংযুক্ত আরব আমিরাত (UAE)

৮)  NTPC Ltd- এর চিফ ভিজিলেন্স অফিসার পদে নিযুক্ত হলেন কে ?

[A] রশ্মিতা ঝা

[B] মদন মুন্ডা

[C] বৈশালী ঠাকুর

[D] সুকুমার জানা

Answer – রশ্মিতা ঝা

৯) সম্প্রতি কোন মর্যাদা পেল Indian Renewable Energy Development Agency Ltd (lREDA) ?

[A] মহারত্ন

[B] নবরত্ন

[C] কোনোটিই নয়

[D] উভয়ই 

Answer – নবরত্ন

১০) 2024 Global Media Award পেল কোন AI সংবাদ পরিবেশিকা ?

[A] সোনাম

[B] লিসা

[C] চিত্রা

[D] সানা

Answer – সানা

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here