WB Gram Panchayat Exam Practice Set 102 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০২ (WB Gram Panchayat Exam Practice Set 102)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 102
১) ১৪ টি পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্ট এর লাইসেন্স বাতিল করল কোন রাজ্য ?
[A] হরিয়ানা
[B] পাঞ্জাব
[C] উত্তরাখন্ড
[D] তামিলনাড়ু
Answer – উত্তরাখন্ড
২) সম্প্রতি প্রয়াত বিনয় বীর কে ছিলেন ?
[A] জার্নালিস্ট
[B] অভিনেতা
[C] লেখক
[D] ফুটবলার
Answer – জার্নালিস্ট
৩) National Institute of Solar Energy (NISE)- এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে ?
[A] রবিন মৈত্রী
[B] মোহাম্মদ রিহান
[C] রাকেশ রাউত
[D] বিভাস চাকি
Answer – মোহাম্মদ রিহান
WB Gram Panchayat Exam Practice Set 102
৪) Jio Financial Services- এর MD এবং CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] হিতেশ কুমার সেথিয়া
[B] অমিতাভ চৌধুরী
[C] শচীন পাল
[D] অর্জুন মুন্ডা
Answer – হিতেশ কুমার সেথিয়া
৫) 2025 Badminton World Junior Championship হোস্ট করবে কোন দেশ ?
[A] ভারত
[B] জার্মানি
[C] ইন্দোনেশিয়া
[D] থাইল্যান্ড
Answer – ভারত
৬) ৫৭ টি জেলায় সাইবার পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করবে কোন রাজ্য ?
[A] গুজরাট
[B] অন্ধ্রপ্রদেশ
[C] উত্তর প্রদেশ
[D] রাজস্থান
Answer – উত্তর প্রদেশ
৭) 9th ICC Men’s T-20 Cricket World Cup হোস্ট করবে কোন দেশ ?
[A] আমেরিকা
[B] ওয়েস্ট ইন্ডিজ
[C] কেউই নয়
[D] উভয়ই
Answer – উভাই
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) 2024 T20 Cricket World Cup- এ ভারতীয় টিমের ক্যাপ্টেন হলেন কে ?
[A] বিরাট কোহলি
[B] রোহিত শর্মা
[C] সূর্য কুমার যাদব
[D] মোহাম্মদ শা মি
Answer – রোহিত শর্মা
৯) Indian Vaccine Manufacturers Association (IVMA)- এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে ?
[A] সাইরাস পঞ্চা
[B] কৃষ্ণ এম. ইল্লা
[C] গিরিশ কুমার
[D] মাহমুদ আক্তার
Answer – কৃষ্ণ এম. ইল্লা
১০) কোন দেশের সীতা আম্মা মন্দির অভিষেকের জন্য সরযু নদীর পবিত্র জল পাঠালো ভারত ?
[A] ভুটান
[B] নেপাল
[C] মায়ানমার
[D] শ্রীলংকা
Answer – শ্রীলংকা
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here