WB Gram Panchayat Exam Practice Set 104 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০৪, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 104 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০৪ (WB Gram Panchayat Exam Practice Set 104)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 104

১) Tata Electronics- এর নতুন চেয়ারম্যান হলেন কে ?

[A] যোগেশ কুমার

[B] এন. চন্দ্রশেখরন

[C] অপূর্ব চন্দ্র

[D] রমেশ বিহারী

Answer – এন. চন্দ্রশেখরন

২) সম্প্রতি Mc Gill University- এর তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন কে ?

[A] ড. সৌম্য স্বামীনাথন

[B] কিশোর লাল

[C] মেধা পাটেকর

[D] কেউই নন

Answer – ড. সৌম্য স্বামীনাথন

৩) সম্প্রতি প্রয়াত সুরজিৎ পাতার কোন ভাষার লেখক ও কবি ছিলেন ?

[A] গুজরাট

[B] হিন্দি

[C] পাঞ্জাবি

[D] কাশ্মীরি

Answer – পাঞ্জাবি

WB Gram Panchayat Exam Practice Set 104

৪) Hockey India- র সাথে প্রথমবার পার্টনারশিপ গড়লো কে ?

[A] Coca- Cola

[B] PepsiCo

[C] Tata

[D] Jio

Answer – Coca- Cola

৫) PSU Samarpan Award পেলেন কে ?

[A] সতীশ বড়ুয়া

[B] মনোজ সোনি

[C] রাধাকান্ত দাস

[D] হেমন্ত খাত্রি

Answer – হেমন্ত খাত্রি

৬) পাকিস্তানকে পরাজিত করে 30th Sultan Azlan Shah Trophy জিতল কোন দেশ ?

[A] জাপান

[B] ভারত

[C] আর্জেন্টিনা

[D] চীন

Answer – জাপান

৭) IFFCO- এর ডিরেক্টর পদে নির্বাচিত হলেন কে ?

[A] সাহিল শেখ

[B] সন্তু সিং

[C] বিবেক কোলহে

[D] রিজু রায়

Answer – বিবেক কোলহে

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করল কোন দেশ ?

[A] চীন

[B] জাপান

[C] রাশিয়া

[D] আমেরিকা

Answer – জাপান

৯) রঞ্জি ট্রফি জয়ী মুমবাই টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] ওমকার সালভি

[B] গিরিশ রাও

[C] সঞ্জীব সান্যাল

[D] কেউই নন

Answer – ওমকার সালভি

১০) বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোন দেশে ?

[A] অস্ট্রেলিয়া

[B] জার্মানি

[C] গ্রীন ল্যান্ড

[D] আইসল্যান্ড

Answer – আইসল্যান্ড

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here