WB Gram Panchayat Exam Practice Set 105 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০৫, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 105 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০৫ (WB Gram Panchayat Exam Practice Set 105)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 105

১) অ্যাস্ট্রোনমিতে Shaw Prize পেলেন কোন বিজ্ঞানী ?

[A] সত্যেশ সাউ

[B] শ্রীবাস আর. কুলকার্নি

[C] মায়াবতী ভট্ট

[D] পি গিরিধরন

Answer – শ্রীনিবাস আর. কুলকার্নি

২) “Kairos” নামে উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজ পেলেন কোন দেশের লেখক Jenny Erpenbeck ?

[A] মরক্কো

[B] রাশিয়া

[C] ইংল্যান্ড

[D] জার্মানি

Answer – জার্মানি

৩) Wildlife Institute Of India- র রিপোর্ট অনুযায়ী ভারতে  কতগুলি গাঙ্গেয় ডলফিন রয়েছে ?

[A] ৪০০০- এর বেশি

[B] ২০০০

[C] ৫০০০

[D] ৩০০০

Answer – ৪০০০- এর বেশি

WB Gram Panchayat Exam Practice Set 105

৪) 10th World water Forum চালু হলো কোথায় ?

[A] কলম্বো

[B] বেজিং

[C] বালি

[D] টোকিও

Answer – বালি, ইন্দোনেশিয়া

৫) মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী হলেন কে ?

[A] সোহন শর্মা

[B] সন্ধ্যা রাঠোর

[C] রিঙ্কু রায়

[D] কাম্যা কার্থিকেয়ন

Answer – কাম্যা কার্থিকেয়ন

৬) সম্প্রতি Saga Dawa Festival অনুষ্ঠিত হলো কোন রাজ্যে ?

[A] নাগাল্যান্ড

[B] সিকিম

[C] মেঘালয়

[D] মনিপুর

Answer – সিকিম

৭) ‘Lets Move India’ ক্যাম্পেইন লঞ্চ করল কোন সংস্থা ?

[A] BFI

[B] IOC

[C] ICC

[D] BCCI

Answer – International Olympic Committee (IOC)

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) 2024 Tata IPL শিরোপা জিতল কোন টিম ?

[A] KKR

[B] SRH

[C] GT

[D] RCB

Answer – KKR

৯) Asian Senior Championship- এ সোনা জয়ী প্রথম ভারতীয় জিমন্যাস্ট হলেন কে ?

[A] শ্যাম লাল

[B] মন্টু দেবনাথ

[C] ক্রপালী প্যাটেল

[D] দীপা কর্মকার

Answer – দীপা কর্মকার

১০) AFC Women’s Asian Cup 2029 হোস্ট করবে কোন দেশ ?

[A] অস্ট্রেলিয়া

[B] ভারত

[C] উজবেকিস্তান

[D] ইরান

Answer – উজবেকিস্তান

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here