WB Gram Panchayat Exam Practice Set 109 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০৯, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 109 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১০৯ (WB Gram Panchayat Exam Practice Set 109)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 109

১) বিশ্ব টেলিযোগ দিবস পালন করা হয় কবে ?

[A] ১৮ ই মে

[B] ১৭ ই মে

[C] ২০ ই মে

[D] ১৯ ই মে

Answer – ১৭ ই মে

২) কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার পদে নিযুক্ত হলেন David Salvagnini ?

[A] NASA

[B] ISRO

[C] Blue Origin

[D] Spaces X

Answer – NASA

৩) 28th Senior Women’s National Football C’ship জিতল কোন টিম ?

[A] নাগাল্যান্ড

[B] মনিপুর

[C] মহারাষ্ট্র

[D] কর্ণাটক

Answer – মনিপুর

WB Gram Panchayat Exam Practice Set 109

৪) ভুবনেশ্বরে অনুষ্ঠিত Federation Cup 2024- এ কিসের মেডেল জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নিরাজ চোপড়া ?

[A] সোনা

[B] রুপা

[C] ব্রোঞ্জ

[D] কোনোটিই নয়

Answer – সোনা

৫) কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন Lawrence Wong ?

[A] থাইল্যান্ড

[B] মালয়েশিয়া

[C] সিঙ্গাপুর

[D] ভিয়েতনাম

Answer – সিঙ্গাপুর

৬) সম্পত্তির প্রয়াত কোন দেশের নোবেল জয়ী লেখিকা ছিলেন

[A] কানাডা

[B] জাপান

[C] ফ্রান্স

[D] স্পেন

Answer – কানাডা

৭) ইন্ডিয়ান নেভির চিফ অফ পার্সোনাল হিসেবে নিযুক্ত হলেন কে ?

[A] মহেশ পান্ডে

[B] আর. হরিকুমার

[C] সতীশ গজমির

[D] সঞ্জয় ভাল্লা

Answer – সঞ্জয় ভাল্লা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) কোথায় Global AI Centre Of Excellence উন্মোচন করল TCS কোম্পানি ?

[A] প্যারিস

[B] লন্ডন

[C] টোকিও

[D] মস্কো

Answer – প্যারিস, ফ্রান্স

৯) Senior Nationals Sailing Championship 2024 আয়োজিত হচ্ছে কোথায় ?

[A] বেঙ্গালুরু

[B] মুম্বাই

[C] চেন্নাই

[D] হায়দ্রাবাদ

Answer – মুম্বাই

১০) World Hydrogen Summit 2024 আয়োজিত হলো কোথায় ?

[A] জার্মানি

[B] নেদারল্যান্ড

[C] ব্রাজিল

[D] কুয়েত

Answer – রোটারডাম, নেদারল্যান্ড

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here