WB Gram Panchayat Exam Practice Set 112 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১২, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 112 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১২ (WB Gram Panchayat Exam Practice Set 112)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 112

১) T20 World Cup 2024- এ আমেরিকা এবং সাউথ আফ্রিকা টিমের স্পন্সর হলো কোন কোম্পানি ?

[A] Amul

[B] Tata

[C] Infosys

[D] Wipro

Answer – Amul

২) কোন দেশের ক্রিকেটার Devon Thomas- কে ৫ বছরের জন্য ব্যান করল ICC ?

[A] ইংল্যান্ড

[B] অস্ট্রেলিয়া

[C] ওয়েস্ট ইন্ডিজ

[D] নিউজিল্যান্ড

Answer – ওয়েস্ট ইন্ডিজ

৩) Department Of Promotion Of Industry and Internal Trade (DPIIT)- এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] অজয় টুডু

[B] প্রতিমা সিং

[C] সম্রাট শাহ

[D] সন্তোষ মুক্তি

Answer – প্রতিমা সিং

WB Gram Panchayat Exam Practice Set 112

৪) Oxford Bookstore Book Cover Prize 2024 জিতলেন কে ?

[A] শেখর গুরেরা

[B] অরিজিৎ সেন

[C] পার্থিব শাহ

[D] ভাবী মেহতা

Answer – ভাবী মেহতা

৫) কোথাকার নতুন প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হলেন Jeremiah Manele ?

[A] চেক রিপাবলিক

[B] সলোমন আইসল্যান্ড

[C] সেনেগাল

[D] কুয়েত

Answer – সলোমন আইসল্যান্ড

৬) আরাবল্লী পর্বত শ্রেণী থেকে অবৈধ খনন বন্ধ করার জন্য কোন রাজ্যকে নির্দেশ দিলে সুপ্রিম কোর্ট ?

[A] ছত্রিশগড়

[B] হরিয়ানা

[C] মধ্যপ্রদেশ

[D] রাজস্থান

Answer – রাজস্থান

৭)  Security Appellate Tribunal (SAT)- এর প্রিসাইডিং অফিসার পদে নিযুক্ত হলেন কোন বিচারপতি ?

[A] হিমা কোহলি

[B] দেবেন্দ্র সিং

[C] পি. এস. দীনেশ কুমার

[D] কেউই নন

Answer – পি. এস. দীনেশ কুমার

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) National Jute Board- এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ?

[A] মহেশ দীন

[B] সুদীপ পাল

[C] শশী ভূষণ সিং

[D] অর্ক মল্লিক

Answer – শশী ভূষণ সিং

৯) দ্বিতীয়বার Whitley Gold Award পেলেন আসামের কোন বায়োলজিস্ট ?

[A] পূর্ণিমা দেবী বর্মন

[B] সঞ্চিতা রায়

[C] অনুসূয়া রায়

[D] নন্দিনী নাথ

Answer – পূর্ণিমা দেবী বর্মন

১০) ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে ?

[A] দীনেশ ত্রিপাঠী

[B] কৃষ্ণ স্বামীনাথন

[C] হরি কুমার

[D] কেউই নন

Answer – কৃষ্ণ স্বামীনাথন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here