WB Gram Panchayat Exam Practice Set 113 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১৩ (WB Gram Panchayat Exam Practice Set 113)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 113
১) “Wentina” নামে দ্বিতীয় স্পেস স্টেশন মডিউল লঞ্চ করল কোন দেশ ?
[A] চীন
[B] ইরান
[C] রাশিয়া
[D] ইজরায়েল
Answer – চীন
২) কোন টেলিকম কোম্পানির CEO পদে নিযুক্ত হচ্ছেন অক্ষয় মুন্দ্রা ?
[A] BSNL
[B] Reliance Jio
[C] Airtel
[D] Vodafone Idea
Answer – Vodafone Idea
৩) প্রথম Khelo India Fencing Women’s League হোস্ট করছে কোন শহর ?
[A] চেন্নাই
[B] মুম্বাই
[C] নিউ দিল্লি
[D] গান্ধীনগর
Answer – নিউ দিল্লী
WB Gram Panchayat Exam Practice Set 113
৪) 2022 French Grand Prix জিতলেন কোন রেসিং কার ড্রাইভার ?
[A] Max Verstappen
[B] Charles Leclerc
[C] George Russell
[D] Lewis Hamilton
Answer – Max Verstappen
৫) পাকিস্তানের K2 শৃঙ্গ জয়কারী প্রথম বাংলাদেশী হলেন কে ?
[A] বাবুনি রিয়া
[B] কুসুম খাতুন
[C] লাবণ্য
[D] ওয়াসিফা নাজরীন
Answer – ওয়াসিফা নাজরীন
৬) National Land Management Corporation (NLMC)- এর অন্তর্বর্তীকালীন CEO পদে নিযুক্ত হলেন কে ?
[A] রাজিব মুর্মু
[B] মনোজ বসু
[C] সঞ্জয় কুমার জৈন
[D] কালিপদ শর্মা
Answer – সঞ্জয় কুমার জৈন
৭) 2022 Swiss Open টাইটেল জিতলেন কোন টেনিস খেলোয়াড় ?
[A] Dominic Stephan Stricker
[B] Casper Ruud
[C] Matteo Berrettini
[D] কেউই নন
Answer – Casper Ruud
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) সম্প্রতি অবসর ঘোষণা কারি করুণা যৌন কোন খেলার সঙ্গে যুক্ত ?
[A] ব্যাডমিন্টন
[B] হকি
[C] টেনিস
[D] ক্রিকেট
Answer – ক্রিকেট
৯) World Bank- এর চিফ ইকোনোমিস্ট হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় ?
[A] গীতা গোপিনাথ
[B] ইন্দারমিত গিল
[C] অভিজিৎ ব্যানার্জি
[D] অতুল শর্মা
Answer – ইন্দারমিত গিল
১০) সম্প্রতি কোথায় চন্দ্রশেখর আজাদের স্ট্যাচু প্রতিষ্ঠা হবে ?
[A] ভোপাল
[B] ইন্দোর
[C] গুয়াহাটি
[D] কানপুর
Answer – ভোপাল
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here