WB Gram Panchayat Exam Practice Set 114 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১৪, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 114 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১৪ (WB Gram Panchayat Exam Practice Set 114)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 114

১) আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় কবে ?

[A] ১৯শে মে

[B] ২১ শে মে

[C] ১৮ ই মে

[D] ২০ শে মে

Answer – ১৮ ই মে

২) Supreme court Bar Association- এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে ?

[A] কপিল সিবল

[B] অনিরুদ্ধ বোস

[C] মুকুল রোহতগী

[D] হিমা কোহলি

Answer – কপিল সিবল

৩) Central Bureau Of Investigation (CBI)- এর অ্যাডিশনাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?

[A] এন. ভেনু গোপাল

[B] এ. ওয়াই.ভি.কৃষ্ণ

[C] কেউই নন

[D] উভয়ই

Answer – উভয়ই

WB Gram Panchayat Exam Practice Set 114

৪) Athletics Federation Of India- এর অফিসিয়াল কীট স্পন্সার হল কোন কোম্পানি ?

[A] Nike

[B] Adidas

[C] Puma

[D] Reebok

Answer – Puma

৫) পরিবেশ রক্ষায় আবেদনকারীদের জন্য ১০ বছরের  Blue Residency Visa লঞ্চ করল কোন দেশ ?

[A] ভারত

[B] সৌদি আর

[C] জাপান

[D] UAE

Answer – সংযুক্ত আরব আমিরাত (UAE)

৬) বিশ্বের উচ্চতম কম্পিটিটিভ সুইমিং পুল চালু করা হলো কোথায় ?

[A] ভুটান

[B] মায়ানমার

[C] চীন

[D] নেপাল

Answer – ভুটান

৭) সম্প্রতি প্রয়াত হলেন কোন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কমলা বেনিয়াল ?

[A] উত্তর প্রদেশ

[B] রাজস্থান

[C] ঝাড়খন্ড

[D] বিহার

Answer – রাজস্থান

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) শট পুট ইভেন্টে জাতীয় রেকর্ড গড়লেন কে ?

[A] প্রমিলা যোশী

[B] শর্মিলা মুখার্জি

[C] আভা খাটুয়া

[D] কেউই নন

Answer – আভা খাটুয়া

৯) ITF Junior 30 Tournament উদ্বোধন করা হলো কোথায় ?

[A] কানপুর

[B] নিউ দিল্লি

[C] গুয়াহাটি

[D] লখনৌ

Answer – লখনৌ

১০) “PIXEL” নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করল কোন ব্যাংক ?

[A] Axis Bank

[B] ICICI Bank

[C] HDFC Bank

[D] SBI

Answer – HDFC Bank

নতুন চাকরির খবর – Click Here