WB Gram Panchayat Exam Practice Set 117 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১৭ (WB Gram Panchayat Exam Practice Set 117)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 117
১) World Paper Bag Day পালন করা হয় কবে ?
[A] ১৩ ই জুলাই
[B] ১২ ই জুলাই
[C] ১৫ জুলাই
[D] ১৪ই জুলাই
Answer – ১২ ই জুলাই
২) World Yoga Cup 2022- এ বিশ্ব চ্যাম্পিয়ন হলো কে ?
[A] সূর্য মুখার্জি
[B] সৌরভ ভর
[C] অভিজিৎ ব্যানার্জি
[D] দীপনারায়ন পোড়েল
Answer – সূর্য মুখার্জি
৩) National High- Speed Rail Corporation Limited (NHSRCL)- এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] রাজেন্দ্র প্রসাদ
[B] অতীশ দেশমুখ
[C] নিতিশ কুমার
[D] নীতিন গাদকারি
Answer – রাজেন্দ্র প্রসাদ
WB Gram Panchayat Exam Practice Set 117
৪) Austrian Grand Prix 2022 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার ?
[A] Lewis Hamilton
[B] Max Verstappen
[C] Carlos Sainz
[D] Charles Leclerc
Answer – Charles Leclerc
৫) সম্প্রতি বিজেন্দ্র কুমার সিঙ্গাল কত বছর বয়সে মারা গেলেন ?
[A] ৭৭
[B] ৭৪
[C] ৮২
[D] ৮০
Answer – ৮২
৬) T20 ক্রিকেটের ইতিহাসে ৫০০ টি ডট বল করা প্রথম ক্রিকেটার হলেন কে ?
[A] ভুবনেশ্বর কুমার
[B] জাসপ্রিত ভোমরা
[C] হার্দিক পান্ডিয়া
[D] ঈশান শর্মা
Answer – ভুবনেশ্বর কুমার
৭) জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে চীনের জনসংখ্যা কে অতিক্রম করবে কোন দেশ ?
[A] আমেরিকা
[B] ভারত
[C] পাকিস্তান
[D] ইন্দোনেশিয়া
Answer – ভারত
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৮) ভারতের নতুন পার্লামেন্ট বিল্ডিং এর উপরে উদ্বোধন করা জাতীয় প্রতীক টি কোন ধাতুর তৈরি ?
[A] তামা
[B] লোহা
[C] নিকেল
[D] ব্রোঞ্জ
Answer – ব্রোঞ্জ
৯) জুন মাসের Shyama Prasad Mukherjee Rurban Mission- এর আওতায় Delta Ranking- এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য ?
[A] পশ্চিমবঙ্গ
[B] রাজস্থান
[C] ঝাড়খন্ড
[D] ত্রিপুরা
Answer – ঝাড়খন্ড
১০) ভারতের প্রথম কোন রেলওয়ে স্টেশনে Augmented Reality (AR) Screens লাগানো হবে ?
[A] মুম্বাই স্টেশন
[B] হাওড়া স্টেশন
[C] খড়গপুর স্টেশন
[D] দিল্লি মেট্রো স্টেশন
Answer – মুম্বাই স্টেশন
নতুন চাকরির খবর – Click Here