WB Gram Panchayat Exam Practice Set 118 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১৮, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 118 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ১১৮ (WB Gram Panchayat Exam Practice Set 118)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 118

১) বিশ্ব কচ্ছপ দিবস পালন করা হয় কবে ?

[A] ২৪ শে মে

[B] ২৩ শে মে

[C] ২৬ শে মে

[D] ২৫ শে মে

Answer – ২৩ শে মে

২) WEF Travel & Tourism Development Index 2024- এ ভারতের স্থান কত ?

[A] ৫২

[B] ৩৯

[C] ৩৪

[D] ৩৮

Answer – ৩৯

৩) ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করল কে ?

[A] WHO

[B] NABARD

[C] FSSAI

[D] UNO

Answer – Food Safety And Standards

WB Gram Panchayat Exam Practice Set 118

৪) দুর্যোগ ব্যবস্থাপনার জন্য “DRIMS” প্ল্যাটফর্ম লঞ্চ করল কে ?

[A] পশ্চিমবঙ্গ

[B] মনিপুর

[C] ত্রিপুরা

[D] আসাম

Answer – আসাম

৫) অক্সিজেন সেলিনা ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন দেশের পর্বতারোহী  সিরবাজ খান ?

[A] পাকিস্তান

[B] নেপাল

[C] আফগানিস্তান

[D] মায়ানমার

Answer – পাকিস্তান

৬) সম্প্রতি অবসর ঘোষণাকারী Toni Kroos কোন দেশের ফুটবলার ?

[A] ব্রাজিল

[B] আর্জেন্টিনা

[C] পর্তুগাল

[D] জার্মানি

Answer – জার্মানি

৭) পৃথিবীর মেরু অঞ্চল অধ্যায়ন করার জন্য “PREFIRE” মিশন লঞ্চ করবে কে ?

[A] ISRO

[B] NASA

[C] ESA

[D] SpaceX

Answer – NASA

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৮) Artificial Intelligence (AI) Global Forum  আয়োজিত হলো কোন দেশে ?

[A] জাপান

[B] উত্তর কোরিয়া

[C] দক্ষিণ কোরিয়া

[D] চীন

Answer – দক্ষিণ কোরিয়া

৯) এক ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে

[A] সেন্ট পল

[B] জর্জ মুন

[C] জন স্লাভেন

[D] কেউই নন

Answer – জন স্লাভেন

১০) সম্প্রতি কোথায়  Starlink স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলোন মাস্ক ?

[A] তাইওয়ান

[B] থাইল্যান্ড

[C] ইন্দোনেশিয়া

[D] মালয়েশিয়া

Answer – ইন্দোনেশিয়া

নতুন চাকরির খবর – Click Here