WB Gram Panchayat Exam Practice Set 39 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৩৯ (WB Gram Panchayat Exam Practice Set 39)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 39
১) “Sanskriti Ke Ayaam” শিরোনামে বই লিখতেন কে ?
[A] বিধান বর্মন
[B] গৌরী খান
[C] সোমা মাইতি
[D] মনোরমা মিশ্র
Answer – মনোরমা মিশ্র
২) Asian Development Bank- এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ?
[A] গৌরব জৈন
[B] নিতাই ঘোরুই
[C] বিকাশ শীল
[D] বিভাস দেওয়ান
Answer – বিকাশ শীল – হেডকোয়ার্টার- ম্যানিলা – প্রতিষ্ঠা সাল- ১৯৬৬ সালের ১৯ শে ডিসেম্বর
৩) কোথায় “India International Jewellery Trade Show উদ্বোধন করলেন পীযূষ গোয়েল ?
[A] কলকাতা
[B] মুম্বাই
[C] হায়দ্রাবাদ
[D] বেঙ্গালুরু
Answer – মুম্বাই
৪) Supreme Court Legal Services Committee- এর চেয়ারপার্সন হিসেবে নমিনেটেড হলেন কে ?
[A] ডি.ওয়াই চন্দ্রচূড়
[B] আর. সুন্দরলাল
[C] বি.আর.গাভাই
[D] কেউই নন
Answer – বি.আর.গাভাই
৫) পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে ?
[A] ৯ ই জানুয়ারি
[B] ৮ ই জানুয়ারি
[C] ১১ ই জানুয়ারি
[D] ১০ ই জানুয়ারি
Answer- ৮ ই জানুয়ারি
WB Gram Panchayat Exam Practice Set 39
৬) সম্প্রতি স্নো লেপার্ড তুষার চিতা কে জাতীয় প্রতীক হিসেবে ঘোষণা করল কোন দেশ ?
[A] ভুটান
[B] বাংলাদেশ
[C] কিরগিস্তান
[D] কাজাখস্তান
Answer – কিরগিস্তান
৭) কোথাকার মৌবান মধু GI Tag পেল ?
[A] কামাক্ষ্যা
[B] সুন্দরবন
[C] গুয়াহাটি
[D] বনগাঁ
Answer – সুন্দরবন
৮) ‘World Most Admired Wine Brand’এর তকমা পেল কোন দেশের Marchesi Antinori ?
[A] জাপান
[B] ইন্দোনেশিয়া
[C] আমেরিকা
[D] ইতালি
Answer – ইতালি
৯) International Kite Festival হোস্ট করবে কোন শহর ?
[A] অযোধ্যা
[B] আহমেদাবাদ
[C] লখনৌ
[D] হায়দ্রাবাদ
Answer – অযোধ্যা
১০) National Asset Reconstruction Company (NARCL)- এর ম্যানেজিং ডিরেক্টর এবং পদে নিযুক্ত হলেন কে ?
[A] অধীর ঝা
[B] শশীকান্ত মোহান্তি
[C] পি. সন্তোষ
[D] কেউই নন
Answer – পি. সন্তোষ
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) মিলেট চাষকে প্রমোট করতে Rani Durgavati Shri Anna Protsahan Yojana লঞ্চ করল কে ?
[A] হরিয়ানা
[B] মহারাষ্ট্র
[C] মধ্যপ্রদেশ
[D] পাঞ্জাব
Answer – মধ্য প্রদেশ
WB Gram Panchayat Exam Practice Set 39
১২) বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য কোন রাজ্যের ক্রিকেটার সুমিত শর্মাকে ২ বছরের জন্য ব্যান করল BCCI ?
[A] কেরালা
[B] রাজস্থান
[C] তেলেঙ্গানা
[D] ওড়িশা
Answer – ওড়িশা
BCCI হেডকোয়ার্টার- মুম্বাই – প্রতিষ্ঠা সাল- ১৯২৮ সালের ১লা ডিসেম্বর – প্রেসিডেন্ট- রজার বিনি
১৩) কন্নড় ও সংস্কৃত ভাষায় লেখা দশম শতাব্দীর কদম্ব শিলালিপি পাওয়া গেল কোথায় ?
[A] মনিপুর
[B] গুজরাট
[C] গোয়া
[D] অন্ধপ্রদেশ
Answer – গোয়া
১৪) ২০২৪ সালে BRICS- এর সভাপতিত্ব করবে কোন দেশ ?
[A] চীন
[B] রাশিয়া
[C] ব্রাজিল
[D] ভারত
Answer – রাশিয়া
১৫) প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে ?
[A] ১০ ই জানুয়ারি
[B] ৯ ই জানুয়ারি
[C] ১২ ই জানুয়ারি
[D] ১১ ই জানুয়ারি
Answer ৯ ই জানুয়ারি
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here