WB Gram Panchayat Exam Practice Set 60 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 60 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৬০ (WB Gram Panchayat Exam Practice Set 60)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 60

১) অস্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় কার সূত্র ?

[A] বয়েলের

[B] চার্লসের

[C] গেলুকাসের

[D] অ্যাভোগ্রাডোর

Answer – বয়েলের

২) ফিউজ তারের উপাদান কি ?

[A] টিন ও সিসার সংকর

[B] নিকেল

[C] টিন

[D] সিসা

Answer – টিন ও সিসার সংকর

৩) নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী ?

[A] গ্রানাইট

[B] গ্রাফাইট

[C] ডায়মন্ড (হীরক)

[D] অ্যানথ্রাসাইট

Answer – গ্রাফাইট

৪) মো (mho) একক হলো কোন রাশির –

[A] পরিবাহিতা

[B] রোধ

[C] রধাক্ষ

[D] কোনোটিই নয়

Answer – পরিবাহিতা

৫) আমাদের শক্তির প্রধান হল –

[A] সূর্য

[B] সমুদ্র

[C] মহাশূন্য

[D] বায়ুমণ্ডল

Answer – সূর্য

৬) নিউট্রন কে আবিষ্কার করেন ?

[A] জে কেপলার

[B] জে জে টমসন

[C] স্যাডউইক

[D] রাদারফোর্ড

Answer – স্যাডউইক

WB Gram Panchayat Exam Practice Set 60

৭) রিউমারসকেলে ঊর্ধ্বস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্ক এর মধ্যে পার্থক্য কত ?

[A] 180

[B] 100

[C] 120

[D] 80

Answer – 80

৮) তড়িৎচালক বলের ব্যবহারিক একক কি ?

[A] অ্যামপেয়ার

[B] ওহম

[C] কুলম্ব

[D] ভোল্ট

Answer – ভোল্ট

৯) গামা রশ্মি কি কাজে ব্যবহার করা হয় ?

[A] কীটপতঙ্গ নিয়ন্ত্রণে

[B] খাদ্যের জীবাণু মুক্তকরণে

[C] ক্যান্সারের চিকিৎসায়

[D] তিনটিতেই

Answer – তিনটিতেই

১০) সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে ?

[A] পরিচালন

[B] বিকিরণ

[C] পরিচালন

[D] কোনোটিই নয়

Answer – বিকিরণ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) শব্দ তরঙ্গ হল –

[A] মাধ্যাকর্ষণ তরঙ্গ

[B] এক টাকার স্থিতিস্থাপক তরঙ্গ

[C] তড়িৎ চুম্বকীয় তরঙ্গ

[D] কোনটাই নয়

Answer – এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ

১২) প্লবতা কোন দিকে কাজ করে ?

[A] নিম্নমুখে

[B] পার্শ্বমুখে

[C] উভয়মুখে

[D] ঊর্ধ্বমুখে

Answer – উর্ধ্বমুখে

১৩) চাঁদের কোন বায়ুমণ্ডল নেই কেন ?

[A] চন্দ্রপৃষ্ঠ অসমতল

[B] চাঁদে কোন জীব নেই

[C] চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে

[D] চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম

Answer – চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম

১৪) সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে ?

[A] নীল

[B] লাল

[C] বাদামি

[D] কালো

Answer – নীল

১৫) শক্তি সরবরাহ করে না, এমন দুটি খাদ্য উপাদান হল –

[A] কার্বোহাইড্রেট

[B] উৎসেচক

[C] প্রোটিন

[D] জল ও ভিটামিন

Answer – জল ও ভিটামিন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here