WB Gram Panchayat Exam Practice Set 87 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৭, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 87 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৭ (WB Gram Panchayat Exam Practice Set 87)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 87

১) ভারতে সহিংস স্বাধীনতা আন্দোলন কার মৃত্যুর পর কার্যত থেমে যায়?

[A] চন্দ্রশেখর আজাদ

[B] ভগৎ সিং

[C] সূর্য সেন

[D] রামপ্রসাদ বিসমিল

Answer – চন্দ্রশেখর আজাদ

২) ব্রিটিশ ভারতে সর্বশেষ বৃহৎ সংযোজন কার আমলে হয়েছিল?

[A] লিটন

[B] ডালহৌসি

[C] কার্জন

[D] ডাফরিন

Answer – ডাফরিন

৩) ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এই ধরনের পরমাণুকে বলা হয়

[A] আইসোটোন

[B] আইসোবার

[C] আইসোটোপ

[D] কোনোটিই নয়

Answer – আইসোটোন

৪) ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে?

[A] লেপ্টেটিন

[B] জাইগোটিন

[C] প্যাকিটিন

[D] কোনটিই নয়

Answer – প্যাকিটিন

৫) কে বলেছেন, “চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে?”

[A] নেলসন ম্যান্ডেলা

[B] এম.কে.গান্ধী

[C] মার্টিন লুথার কিং

[D] কার্ল মার্ক্স

Answer – এম.কে.গান্ধী

WB Gram Panchayat Exam Practice Set 87

৬) হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন

[A] রাষ্ট্রপতির দ্বারা

[B] প্রধানমন্ত্রীর দ্বারা

[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা

[D] ক্যাবিনেট -এর দ্বারা

Answer – রাষ্ট্রপতির দ্বারা

৭) নিম্নলিখিতদের মধ্যে ‘আলাই দরওয়াজা-র নির্মাতা কে?

[A] মহম্মদ বিন তুঘলক

[B] আকবর

[C] জাহাঙ্গীর

[D] আলাউদ্দিন খিলজী

Answer – আলাউদ্দিন খিলজী

৮) দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এটি হল

[A] পেনগঙ্গা

[B] কাবেরী নদী

[C] মহানদী

[D] গোদাবরী নদী

Answer – গোদাবরী নদী

৯) উদ্ভিদের কোষ বিভাজন কোন হরমোন সাহায্য করে?

[A] অক্সিন

[B] ডরমিন

[C] কাইনিন

[D] জিব্বারেলিন

Answer – কাইনিন

১০) অয়েল অফ উইন্টার গ্রিনের রাসায়নিক নাম

[A] সালফিউরিক অ্যাসিড

[B] মিথাইল স্যালিসাইলেট

[C] সালফিউরাস অ্যাসিড

[D] নাইট্রো বেঞ্জিন

Answer – মিথাইল স্যালিসাইলেট

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) মহাদেব গোবিন্দ রানাডে কিসের সদস্য ছিলেন?

[A] আর্য সমাজ

[B] ইন্ডিয়া লীগ

[C] থিয়োসফিক্যাল সোসাইটি

[D] প্রার্থনা সমাজ

Answer – প্রার্থনা সমাজ

১২) ‘অষ্টদিয়জ-দের পৃষ্ঠপোষক কে ছিলেন?

[A] প্রথম দেবরায়

[B] দ্বিতীয় দেবরায়

[C] বীর নরসিংহ

[D] কৃষ্ণদেব রায়

Answer – কৃষ্ণদেব রায়

১৩) অ্যান্টিনকিং যৌগ হিসাবে পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত হয়

[A] মিথাইল অ্যালকোহল

[B] ক্যালসিয়াম সিলিকেট

[C] টেট্রাইথাইল লেড

[D] উপরের কোনোটি নয়

Answer – টেট্রাইথাইল লেড

১৪) ভারত একটি

[A] রাজ্যসমূহের সংঘ

[B] এককেন্দ্রিক

[C] রাষ্ট্র সমবায়

[D] যুক্তরাষ্ট্র

Answer – রাজ্যসমূহের সংঘ

১৫) নীচের কোনটি 1857 সালের বিদ্রোহের ফলাফলকে প্রভাবিত করেনি?

[A] বর্মা জয়

[B] দূরবর্তী ইংল্যান্ড থেকে ভারত শাসন

[C] ভারতের বাইরে ব্রিটিশদের পরাজয়

[D] ব্রিটিশরা পিন্ডারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায়

Answer – বর্মা জয়

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here