WB Gram Panchayat Exam Practice Set 88 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৮, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 88 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৮ (WB Gram Panchayat Exam Practice Set 88)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 88

১) P এবং Q এর মাসিক গড় আয় 6000 টাকা, Q এবং R এর মাসিক গড় আয় 5250 টাকা, P এবং R এর মাসিক গড়ায় টাকা, P এর মাসিক আয় কত ?

[A] 4500 টাকা

[B] 3500 টাকা

[C] 4800 টাকা

[D] 6250 টাকা

Answer – 6250 টাকা

২) একটি টেপ রেকর্ডার 950 টাকায় বিক্রি করার 5% ক্ষতি হয়, রেকর্ডারটিকে 1040 টাকায় বিক্রি করলে কত লাভ হবে ?

[A] 4.5%

[B] 4%

[C] 9%

[D] 5%

Answer – 4%

৩) 6400 টাকা A,B ও C এর মধ্যে ⅗ :2 : 5/3 অনুপাতে ভাগ করে দেওয়া হলে, B কত টাকা পাবে ?

[A] 3000 টাকা

[B] 2560 টাকা

[C] 3840 টাকা

[D] 3200 টাকা

Answer – 3000 টাকা

৪) 2 জন পুরুষ এবং 3 জন মহিলা 10 দিনে একটি কাজ শেষ করেন। আবার 4 জন পুরুষ ওই কাজটি দিনে শেষ করলে; 3 জন পুরুষ ও 3 জন মহিলা একত্রে কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে ?

[A] 7 দিন

[B] 6 দিন

[C] 9 দিন

[D] 8 দিন

Answer – 8 দিন

৫) যদি একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে ?

[A] 15%

[B] 10%

[C] 21%

[D] 40%

Answer – 21%

WB Gram Panchayat Exam Practice Set 88

৬) একটি পরীক্ষায় পাশ করার জন্য মোট নম্বরের 36% পেতে হবে। একটি ছাত্র 113 পায় এবং সে 85 নম্বরের জন্য পরীক্ষায় ফেল করে। পরীক্ষাটি কত নম্বরের ছিল ?

[A] 550

[B] 500

[C] 1000

[D] 640

Answer – 550

৭) দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। যদি একটি সংখ্যা 275 হয় তবে অপর সংখ্যাটি কত ?

[A] 283

[B] 279

[C] 318

[D] 308

Answer – 308

৮) 10 টি চেয়ারের দাম 4 টি টেবিলের দামের সমান।15 টি চেয়ার ও 2 টি টেবিল এর  মোট দাম 4000 টাকা হলে 12 টি চেয়ার ও 3 টি টেবিলের মোট দাম কত ?

[A] 3900 টাকা

[B] 3300 টাকা

[C] 4500 টাকা

[D] 4300 টাকা

Answer – 3900 টাকা

৯) একটি সংখ্যাকে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 13; সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?

[A] 5

[B] 4

[C] 13

[D] 6

Answer – 5

১০) এক দালাল ক্রেতার কাছ থেকে 3% কমিশন নেন এবং বিক্রেতার কাছে 4% কমিশন নেন। তিনি একটি জায়গা বিক্রি করে যদি 7000 টাকা কমিশন পান তবে জায়গাটি কত টাকায় বিক্রি হয়েছিল ?

[A] 200000

[B] 100000

[C] 70000

[D] 40000

Answer – 100000

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) একটি চৌবাচ্চার দুটি নল চৌবাচ্চাটিকে যথাক্রমে 4 ও 6ঘন্টায় পূর্ণ করে। অপর একটি নল 10 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে।তিনটি নল একই সঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কখন পূর্ণ হবে ?

[A] 19/60 ঘন্টায়

[B] 60/19 ঘন্টায়

[C] 60/31 ঘন্টায়

[D] 31/60 ঘন্টায়

Answer – 60/19 ঘন্টায়

১২) সজল বাবু 22 বছর বয়সে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর তার বড় ছেলে কমল হয়, আবার কমলের তিন বছর পর অমল হয়, অমলের তিন বছর পর বিমলের জন্ম হয়। বর্তমানে তিন ভাই ও বাবার বয়সের সমষ্টি 120 বছর হলে সজল বাবুর বর্তমান বয়স কত ?

[A] 55 বছর

[B] 50 বছর

[C] 53 বছর

[D] 51 বছর

Answer – 51 বছর

১৩) একদল বালকের প্রত্যেকের কাছে ওই দলে বালক এর সংখ্যা যত জন তত সংখ্যক করে মার্বেল আছে। দলের সকলের নিকট যে মার্বেল আছে তার মোট সংখ্যা 324 হলে দলে বালকের সংখ্যা কত ?

[A] 16 জন

[B] 15 জন

[C] 18 জন

[D] 17 জন

Answer – 18 জন

১৪) 400 টাকা বছরে সুদে- মূলে 480 টাকা হয়। বার্ষিক সুদ 2% বেশি হলে সুদে- আসল কত টাকা হবে ?

[A] 512 টাকা

[B] 545 টাকা

[C] 430 টাকা

[D] 500 টাকা

Answer – 512 টাকা

১৫) কোন একটি নির্বাচন কেন্দ্রে 10% লোক ভোট দিতে আসেনি, 5% ভোট বাতিল হয়ে যায়। মোট ভোটের 45%  ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 2500 ভোটে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে। মোট ভোটার সংখ্যা কত ?

[A] 45000 জন

[B] 60000 জন

[C] 65000 জন

[D] 50000 জন

Answer – 50000 জন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here