WB Gram Panchayat Exam Practice Set 89 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৮৯ (WB Gram Panchayat Exam Practice Set 89)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WB Gram Panchayat Exam Practice Set 89
১) 60 টি আপেল ও 50 টি কমলালেবু সবচেয়ে বেশি কত জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে যাতে প্রত্যেকে সমান সংখ্যক আপেল ও লেবু পাবে ?
[A] 10 জন
[B] 20 জন
[C] 50 জন
[D] 30 জন
Answer – 10 জন
২) একটি সৈন্য শিবিরে 600 জন সৈন্যের 90 দিনের খাবার মজুদ আছে| 30 দিন পর আরও 300 জন সৈন্য যোগ দিলে বাকি খাদ্যে কত দিন চলবে ?
[A] 35 দিন
[B] 30 দিন
[C] 45 দিন
[D] 40 দিন
Answer – 40 দিন
৩) একজন দোকানদার কোন জিনিসের ক্রয় মূল্যের ওপর 30% বাড়িয়ে রাখে ও বিক্রি করার সময় 15% ছাড় দেয়। সে 552.50 টাকায় ওই জিনিসটি বিক্রি করলে ক্রয় মূল্য কত হবে ?
[A] 500 টাকা
[B] 520 টাকা
[C] 600 টাকা
[D] 550 টাকা
Answer – 500 টাকা
৪) রামের কাছে 12 টাকা ও রহিম এর কাছে 72 টাকা আছে| রহিম রামকে কত টাকা দিলে রহিমের টাকা রামের টাকার দ্বিগুণ হবে ?
[A] 16 টাকা
[B] 10 টাকা
[C] 20 টাকা
[D] 30 টাকা
Answer – 16 টাকা
৫) স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ প্রতি ঘন্টায় 15.5 কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ প্রতি ঘন্টায় 8.5 কিমি হলে, স্রোতের বেগ কত হবে ?
[A] 5.75 কিমি/ঘন্টা
[B] 3.5 কিমি/ঘন্টা
[C] 7 কিমি/ঘন্টা
[D] 6.5 কিমি/ঘন্টা
Answer – 3.5 কিমি/ঘন্টা
WB Gram Panchayat Exam Practice Set 89
৬) SHG, RIF, QJE, PKD, ? – প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে ?
[A] NLB
[B] NME
[C] OLC
[D] OLE
Answer – OLC
৭) যদি DOCTIONARY কে 1234256789 লেখা হয়, তাহলে ORDINARY কে কিভাবে লেখা হবে ?
[A] 58126789
[B] 59126789
[C] 56126789
[D] 57326789
Answer – 58126789
৮) যদি DEAF কে 3587 লেখা হয়, আর FILE কে 7465 লেখা হয়, তাহলে IDEAL কে কিভাবে লেখা হবে ?
[A] 43586
[B] 43568
[C] 48536
[D] 63548
Answer – 43586
৯) যদি ROME কে লেখা হয় MORE, তাহলে DARE কে কি লেখা হবে ?
[A] RDEA
[B] RDAE
[C] RADE
[D] RAED
Answer – RADE
১০) 2,29,38,47,? – প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসবে ?
[A] 58
[B] 52
[C] 56
[D] 59
Answer – 56
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) রমেন উত্তর দিকে 4 কিমি যায়, এরপর সে পূর্বদিকে 6 কিমি যায়, তারপর আবার উত্তর দিকে যায় 4 কিমি| যেখান থেকে রমেন যাত্রা শুরু করেছিল সেখান থেকে সে কত দূরে আছে ?
[A] 10 কিমি
[B] 8 কিমি
[C] 14 কিমি
[D] 6 কিমি
Answer – 10 কিমি
১২) N, M এর থেকে বেশি বুদ্ধিমান|M, Y এর মতো বুদ্ধিমান নয়|X, V এর থেকে বেশি বুদ্ধিমান কিন্তু N এর মত অতটা বুদ্ধিমান নয়|Y, N এর মতো বুদ্ধিমান নয়| সবচেয়ে বেশি বুদ্ধিমান কে ?
[A] N
[B] M
[C] X
[D] Y
Answer – N
১৩) COURAGEOUS শব্দটি দিয়ে এর মধ্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না ?
[A] GRACE
[B] COURSE
[C] ARGUE
[D] SECURE
Answer – SECURE
১৪) WRITE : JEVGR :: WRONG : ?
[A] JECAT
[B] JEBAT
[C] JEDAD
[D] JEDAT
Answer – JEBAT
১৫) 16: 56:: 32: ?
[A] 112
[B] 96
[C] 128
[D] 126
Answer – 112
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here