WB Gram Panchayat Exam Practice Set 90 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯০, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Gram Panchayat Exam Practice Set 90 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯০ (WB Gram Panchayat Exam Practice Set 90)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 90

১) পৃথিবীর কোন অঞ্চলে সবচেয়ে বড় রেন ফরেস্ট অবস্থিত ?

[A] অস্ট্রেলিয়া

[B] মধ্য আফ্রিকা

[C] দক্ষিণ আমেরিকা

[D] দক্ষিণ – পূর্ব এশিয়া

Answer – দক্ষিণ আমেরিকা

২) কোন দ্বীপকে ‘এমারাল্ড আইল’ বলা হয় ?

[A] আয়ারল্যান্ড

[B] গ্রেনেডা

[C] ডালোল

[D] ট্রিষ্টান দ্যু কুনহা

Answer – আয়ারল্যান্ড

৩) গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?

[A] অস্ট্রেলিয়া

[B] মঙ্গোলিয়া

[C] সুদান

[D] মেক্সিকো

Answer – মঙ্গোলিয়া

৪) পৃথিবীর উচ্চতম নাব্য সরোবর কোনটি ?

[A] ওন্টারিয়ো

[B] বৈকাল

[C] হিউরন

[D] টিটিকাকা

Answer – টিটিকাকা

৫) মাউন্ট এভারেস্টের উচ্চতা কত ?

[A] ৮৯৫৬মিটার

[B] ৮৮৪৮মিটার

[C] ৮৭১৭ মিটার

[D] ৮৩৪৭ মিটার

Answer – ৮৮৪৮মিটার

WB Gram Panchayat Exam Practice Set 90

৬) কোয়ালা ভল্লুক কোন দেশে পাওয়া যায় ?

[A] অস্ট্রেলিয়ায়

[B] গ্রীনল্যান্ডে

[C] আর্জেন্টিনায়

[D] আফ্রিকায়

Answer – গ্রিনল্যান্ডে

৭) পৃথিবীর গভীরতম লেক হল –

[A] টাঙ্গানিকা, আফ্রিকা

[B] বৈকাল, এশিয়া

[C] টিটিকাকা, সাউথ আমেরিকা

[D] ক্যাসপিয়ান্সী, ইউরোপ

Answer – টাঙ্গানিকা, আফ্রিকা

৮) কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাসটির নাম কি ?

[A] জোজিলা

[B] খাইবার

[C] নাথুলা

[D] কুনজুম

Answer – জোজিলা

৯) ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিজের গড় সময়ের ব্যবধান কত ?

[A] সাড়ে ৫ ঘন্টা

[B] ৪ ঘন্টা

[C] ৬ ঘন্টা

[D] সাড়ে ৩ ঘণ্টা

Answer – সাড়ে ৫ ঘন্টা

১০) ফিজি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ?

[A] ভারত মহাসাগর

[B] প্রশান্ত মহাসাগর

[C] আন্টার্টিকা মহাসাগর

[D] আটলান্টিক মহাসাগর

Answer – প্রশান্ত মহাসাগরমহাসাগর

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারতবর্ষে কতগুলি প্রদেশ আছে ?

[A] ২৫ টি

[B] ২২ টি

[C] ২৯ টি

[D] ৩২ টি

Answer – ২৯ টি

১২) সমুদ্রপৃষ্ঠ হতে উলম্ব দূরত্ব কে বলা হয় –

[A] দ্রাঘিমা

[B] অক্ষাংশ

[C] উন্নতি

[D] কোনোটিই নয়

Answer – অক্ষাংশ

১৩) উপকূলবর্তী সংকীর্ণ উপসাগরকে বলা হয় –

[A] চিড়

[B] খাড়ি

[C] ক্রিয়ল

[D] কোনোটিই নয়

Answer – খাড়ি

১৪) সমতাপ রেখা হল –

[A] মানচিত্রে প্রদত্ত সম সূর্যকিরণ প্রাপ্ত অঞ্চল

[B] মানচিত্রে প্রদত্ত সমবৃষ্টিপাট রেখা

[C] মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল

[D] এর কোনোটিই নয়

Answer – মানচিত্রে প্রদত্ত সমান গড় তাপমাত্রা সম্বলিত অঞ্চল

১৫) সূর্যের সবথেকে নিকটের গ্রহ কোনটি ?

[A] শুক্র

[B] প্লুটো

[C] মঙ্গল

[D] বুধ

Answer – বুধ

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here