WB Gram Panchayat Exam Practice Set 94 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯৪, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 94 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯৪ (WB Gram Panchayat Exam Practice Set 94)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 94

১) ‘ইউযান’ কোন দেশের মুদ্রা ?

[A] আফগানিস্তান

[B] চীন

[C] জাপান

[D] ঘানা

Answer – চীন

২) নিম্নের কোনটি এককহীন রাশি নয় ?

[A] পারমাণবিক গুরুত্ব

[B] আপেক্ষিক তাপ

[C] উষ্ণতা

[D] আপেক্ষিক গুরুত্ব

Answer – আপেক্ষিক গুরুত্ব

৩) কোনটি প্রো- গৌণ খাদক ?

[A] খরগোশ

[B] ইঁদুর

[C] বাজপাখি

[D] ওপরের কোনোটিই নয়

Answer – বাজপাখি

৪) ভারতের কোথায় প্রাচীনতম তৈল শোধনাগার অবস্থিত ?

[A] বারাউনি

[B] নাহারকাটিয়া

[C] ট্রম্বে

[D] ডিগবয়

Answer – ডিগবয়

৫) সীমার ছোট ভাই অনিল সীতার থেকে বড়| শ্বেতা, দীপ্তির থেকে ছোট কিন্তু সীমা থেকে বড়। এদের মধ্যে সবচেয়ে বড় কে ?

[A] দীপ্তি

[B] সীতা

[C] শ্বেতা

[D] সীমা

Answer – দীপ্তি

WB Gram Panchayat Exam Practice Set 94

৬) রহিম আর তার কাকুর বয়সের পার্থক্য 30 বছর। 7 বছর পর যদি তাদের মোট বয়স 66 বছর হয়, তাহলে রহিমের কাকুর বর্তমান বয়স কত ?

[A] 41 বছর

[B] 39 বছর

[C] 49 বছর

[D] 51 বছর

Answer – 41 বছর

৭) একটি ক্লাসে সোহমের স্থান প্রথম থেকে সপ্তম এবং শেষ থেকে 26 তম। তাহলে ক্লাসে মোট কতজন ছাত্রছাত্রী আছে ?

[A] 34 জন

[B] 33 জন

[C] 32 জন

[D] 31 জন

Answer – 32 জন

৮) ক্লান্ত: কাজ:: খুশি: ?

[A] সফলতা

[B] বিশ্রাম

[C] ব্যায়াম

[D] খাওয়া- দাওয়া

Answer – সফলতা

৯) DEA: 10:: ACE: ?

[A] 10

[B] 8

[C] 9

[D] 12

Answer – 9

১০) 75, 77, 72, 80, 69, 83, ?, ?

[A] 66, 80

[B] 65, 87

[C] 72, 86

[D] 66, 86

Answer – 66, 86

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) CDF, DEG, EFH, ?

[A] FGH

[B] FGI

[C] EFI

[D] FHG

Answer – FGI

১২) 81, 100, 121, 144, 168, 196 – এই পর্যায়ে ভুল সংখ্যা কোনটি ?

[A] 196

[B] 121

[C] 100

[D] 168

Answer – 168


১৩) D*H:  4*8::  M*Q: ?

[A] 13 * 17

[B] 12 * 17

[C] 14 * 18

[D] 12 * 16

Answer – 13 * 17

১৪) যদি একটি Code Language এ EAT কে 318 লেখা হয় এবং CHAIR কে 24156 লেখা হয় তাহলে TEACHER কে কিভাবে লেখা হবে ?

[A] 8321436

[B] 8312346

[C] 8313426

[D] 8312426

Answer – 8312426

১৫) A হল B এর স্বামী, C হল B এর কন্যা, D হল B এর বোন, E, D এর পুত্র| তাহলে C এর সঙ্গে E এর সম্পর্ক কি ?

[A] মা মেয়ে

[B] ভাই বোন

[C] বাবা ছেলে

[D] মা ছেলে

Answer – ভাই বোন

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here