WB Gram Panchayat Exam Practice Set 96 – গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯৬, বাছাই করা ১০ টি প্রশ্ন।

WB Gram Panchayat Exam Practice Set 96 – বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ৯৬ (WB Gram Panchayat Exam Practice Set 96)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Gram Panchayat Exam Practice Set 96

১) পশ্চিম অস্ট্রেলিয়ায় সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণাবর্ত্যের নাম কি ?

[A] টর্নেডো

[B] টাইফুন

[C] হ্যারিকেন

[D] উইলি উইলি

Answer – উইলি উইলি

২) ক্যাটরিনা কোথায় দেখা যায় ?

[A] হংকং

[B] জাপান

[C] ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ

[D] ক্যালিফোর্নিয়া

Answer – ক্যালিফোর্নিয়া

৩) অনেকগুলি টর্নেডো সম্মিলিতভাবে কোন একটি সময়ে কোন বিশেষ স্থানে আঘাত হানলে তাকে কি বলে ?

[A] টর্নেডো আউটব্রেক

[B] টর্নেডো ইনব্রেক

[C] টর্নেডো

[D] টর্নেডো ফুজিটা

Answer – টর্নেডো আউটব্রেক

WB Gram Panchayat Exam Practice Set 96

৪) প্রতীপ ঘূর্ণবাতের ফলে আকাশ কেমন থাকে ?

[A] কুয়াশাচ্ছন্ন

[B] মেঘমুক্ত

[C] মেঘাচ্ছন্ন

[D] কোনোটিই নয়

Answer – মেঘমুক্ত

৫) যে তাপমাত্রায় বায়ুতে অবস্থিত জলীয়বাষ্প সম্পৃক্ত হয়, তাকে বলে –

[A] ঘনীভবন

[B] আপেক্ষিক আর্দ্রতা

[C]  আর্দ্রতা

[D] শিশিরাঙ্ক

Answer – শিশিরাঙ্ক

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

৬) All_ glitters is not gold.

[A] These

[B] Those

[C] The

[D] That

Answer – That

৭) The company managed to stave off bankruptcy for another few months. – What is the meaning of the idiom ‘STAVE OFF’ ?

[A] Cancel

[B] To delay something bad

[C] Follow

[D] Implement Instantly

Answer – To delay something bad

৮) Most of my children take after my husband. -What is the meaning of the idiom ‘TAKE AFTER’ ?

[A] Resemble

[B] Idolize

[C] Misunderstand

[D] Disagree

Answer – Resemble

৯) Which word is correctly spelt ?

[A] Allmighty

[B] Almighty

[C] Almigty

[D] Almity

Answer – Almighty

১০) Synonym or similar word for ‘JUVENILE’ ?

[A] Rude

[B] Rustic

[C] Infantile

[D] Snug

Answer – Infantile

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here