WB Health Recruitment 2023 – রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনস্থ উত্তর ২৪ পরগনা জেলার CMOH দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এখানে ৭৬২ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এছাড়া আরো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | Department of Health & Family Welfare, CMOH |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ৭৬২ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদন শেষ | ১১ সেপ্টেম্বর ২০২৩ |
নতুন চাকরির খবর – ৭৫৪৭ শূন্যপদে SSC কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন অনলাইনে।
পদের নাম ও শূন্যপদ
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম গুলি হল-
১) Community Health Assistant (CHA)
২) Block Epidemiologist
৩) Block Public Health Manager
৪) Block Data Manager
৫) Staff Nurse
৬) Specialists
৭) Medical Officer
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ৭৬২ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন (WB Health Recruitment 2023)
এখানে অনেকগুলি শূন্য পদে আলাদা আলাদা বয়সসীমা ও আলাদা আলাদা বেতন ধার্য করা রয়েছে সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই অনুরোধ করা হচ্ছে সমস্তের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে কোন পদে কত কি বয়স সীমা ও কত কি বেতন ধার্য করা আছে সেটা জেনে নেওয়ার জন্য বলা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে ভিন্ন ভিন্ন (WB Health Recruitment 2023) পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোন পদে কি যোগ্যতা লাগবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ুন।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
north24parganas.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
১) পরিচয়পত্র (আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট)
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) কম্পিউটার সার্টিফিকেট।
৫) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট।
৬) এছাড়া অন্যান্য।
আবেদন মূল্য কি আছে ?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদনমূল্য দি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অসংরক্ষিত (WB Health Recruitment 2023) শ্রেণীর আবেদনকারীদের ১০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে ও SC/ST/OBC-A & OBC-B শ্রেণীর আবেদন কারীদের ৫০/- টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া আবেদন মূল্য দেওয়ার সময় অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে বুঝে তারপরে নিজের দায়িত্বেই আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কি ভাবে (WB Health Recruitment 2023) আবেদন করতে হবে?
১) এখানে আবেদন করতে হলে (WB Health Recruitment 2023) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩) এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
৪) তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
৫) সর্বশেষ আবেদন মূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
৬) আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৪.০৮.২০২৩ |
আবেদন শুরু | ২৮.০৮.২০২৩ |
আবেদন শেষ | ১১.০৯.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | north24parganas.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন