WB Helper Job Recruitment 2024 – পশ্চিমবঙ্গে সহায়ক,কর্মবন্ধু,রাধুনী পদে কর্মী নিয়োগ, ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ।

WB Helper Job Recruitment 2024 -রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। পশ্চিমবঙ্গের‌ হোস্টেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব চাকরিপ্রার্থীরা অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীদের কোনরকম আবেদন জানাতে হবে না।

আবেদন পদ্ধতি কি হবে? বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাBackward Classes Welfare & Tribal Development Alipurdua
পদের নামVarious
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমইন্টারভিউ
ইন্টারভিউ তারিখ ০২ /০৭/২০২৪

নতুন চাকরির খবর –রাজ্যে গ্রাম ভিত্তিক সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

পদের নাম ও শূন্যপদ

এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হল – Helper, Darwan cum Night Guard, Cook, Sweeper

বয়সসীমা ও বেতন (WB Helper Job Recruitment 2024)

(১) উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০১/২০২৪ তারিখ অনুসারে হিসাব করা হবে। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।

(২) এই পদগুলিতে যাচাইকরনের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক পদের নিয়ম অনুসারে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আবেদন (WB Helper Job Recruitment 2024) করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। ইচ্ছুক আবেদনকারীরা প্রতিটি পদের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে। অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানতে গেলে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে

alipurduar.gov.in এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন মূল্য কি আছে?

এখানে আবেদন করার জন্য সকল প্রার্থীদের কোনোরকম আবেদনমূল্য জমা দিতে হবে না। অবশ্য আবেদনপত্র পূরণের  আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়া (WB Helper Job Recruitment 2024)

এখানে উপযুক্ত বয়সসীমা ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের  নির্দিষ্ট যাচাইকরণ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইচ্ছুক আবেদনকারীদের কোনরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

এখানে ইচ্ছুক প্রার্থীদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

কি ভাবে আবেদন করতে হবে?

যেসকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অনলাইন বা অফলাইনের কোন মাধ্যমেই আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলি চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে  ইন্টারভিউর দিনে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকলে ইন্টারভিউ হয়ে যাবে। অবশ্য আবেদনপত্র পূরণের  আগে সমস্ত কিছু তথ্য যাচাই করবেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

গুরুত্বপূর্ন তারিখ

ইন্টারভিউর তারিখ০২/০৭/২০২৪

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটalipurduar.gov.in
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

নতুন চাকরির খবর –পশ্চিমবঙ্গে ভূমি দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইনের মাধ্যমে আবেদন

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।