WB HS Result 2025 Date – প্রতি বছরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। এছাড়াও এই বছরেই শেষবারের মতো বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরের বছর থেকে সেমিস্টার সিস্টেম অর্থাৎ OMR শিটে পরীক্ষা হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন মে মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ পেয়ে যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট।
পরীক্ষা শুরু হয় ৩ মার্চে এবং শেষ হয় ১৮ মার্চে। যদিও WBCHSE এখনো কোনো তারিখের কথা জানায় নি। তবে মে মাসের মধ্যে যে রেজাল্ট ঘোষণা করা হবে টা বোর্ড নিশ্চিত করে দিয়েছে।
কীভাবে চেক করবেন রেজাল্ট ?
প্রতিবারের মতোই এবারেও অনলাইনে রেজাল্ট দেখা যাবে। রেজাল্ট দেখার জন্য আপনাকে WBCHSE এর অফিসিয়াল ওয়েবসাইটে জেতে হবে। WBCHSE এর দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে:-
• wbresults.nic.in
• www.wbchse.nic.in
এছাড়াও আপনি এসএমএসের সাহায্যেও রেজাল্ট জেনে নিতে পারবেন। এবার রাজ্যে প্রায় ২ লাখ ৮০ হাজার কম ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক দিয়েছে।
রাজ্য সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা দেওয়ার ঘোষণা করল, জানুন কীভাবে করা যাবে আবেদন ?