WB Land Dept Job Vacancy 2025 – ভূমি দপ্তরে ‌নতুন কর্মী নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে চাকরি।

WB Land Dept Job Vacancy 2025 – প্রতিনিয়ত রাজ্যে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেরকম ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেসব চাকরিপ্রার্থীরা বহুদিন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে অফলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে ? এখানে কোন পদে আবেদন করার সুযোগ পাবেন ? বয়স সীমা কি থাকছে? চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।

নিয়োগ সংস্থাভূমি ও ভূমি সংস্কার 
পদের নামClerk/Amin
মোট শূন্যপদনিচে উল্লেখিত
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ ০৩/০৩/২০২৫

পদের নাম – এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে Clerk/Amin

শূন্যপদ – সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী ৬০ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

বয়স সীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স ০১/০৩/২০২৫ তারিখ অনুসারে হিসাব করা হবে।

বেতন কাঠামো – উল্লিখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন প্রদান করা হবে।

(WB Land Dept Job Vacancy 2025)

শিক্ষাগত যোগ্যতা – এখানে কেরানি/আমিন পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া – এখানে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

১) বয়সের প্রমাণপত্র হিসাবে( মাধ্যমিক প্রবেশপত্র/এমপি পরীক্ষার সার্টিফিকেট/প্যান কার্ড/আধার কার্ড ইত্যাদি) ‌।
২) আবাসিক প্রমাণপত্র ।
৩)  PPO শংসাপত্র।
৪) পাসপোর্ট সাইজের ফটোকপি।

আবেদন পদ্ধতি (WB Land Dept Job Vacancy 2025)

এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচে যে অ্যাপ্লিকেশন ফ্রম লিঙ্ক আছে সেটিকে ডাউনলোড করে এরপর A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে লিখে (WB Land Dept Job Vacancy 2025) নির্দিষ্ট ডেট ও সময়ের মধ্যে সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে সমস্ত তথ্য দেখে নিতে পারেন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শেষ০৩/০৩/২০২৫

প্রয়োজনীয় লিঙ্ক

🌐 অফিশিয়াল ওয়েবসাইটView Now
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDFDownload Now

কোলকাতা মেট্রো রেলে চাকরি, সময় সীমিত আজই আবেদন করুন।

বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.in শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা  কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে । wbtak.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।