WB Madhyamik Exam Result 2025 -চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন সকলের মনেই এটাই প্রশ্ন উঠছে যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ করবে শিক্ষা দপ্তর। এছাড়াও অনেকের মনে এই প্রশ্নটিও রয়েছে যে মাধ্যমিকের ফলাফল কীভাবে দেখা যাবে। আজ আমরা আপনার সকল প্রশ্নের উত্তর দেব।
প্রথমে বলে রাখি এবার অর্থাৎ ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা ১০ ফেব্রুয়ারি শুরু হয় ও শেষ হয় ২২ ফেব্রুয়ারি থেকে। এখন জানা যাচ্ছে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে।
এই বছর কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে ?
২০২৫ সালের কথা বলার আগে জানিয়ে রাখি আগের বছর অর্থাৎ ২০২৪ সালে ১২ ফেব্রুয়ারী মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল। তারপর রেজাল্ট প্রকাশিত হয় ২০২৪ সালের ২ রা মে’তে অর্থাৎ মাধ্যমিকের ৭৮ দিন পরেই ফল প্রকাশিত করা হয়েছিল।
সেই হিসেবেই ধরা হচ্ছে এই বছর মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রকাশ পেয়ে যাবে মাধ্যমিকের ফলাফল। সাধারনত পরীক্ষার ৭৫-৮০ দিনের মধ্যেই প্রকাশ পেয়ে থাকে। যদিও শিক্ষা দপ্তর এ নিয়ে কিছুই জানায় নি।
কী ভাবে রেজাল্ট চেক করবেন ? (WB Madhyamik Exam Result 2025)
আপনি যদি মাধ্যমিকের ফলাফল দেখতে চান তাহলে আপনাকে মধ্যশিক্ষার ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে। এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন ওয়েবসাইটে দেখতে করবেন ফলাফল।
নীচে দুটো ওয়েবসাইট দেওয়া হল যেগুলোর মাধ্যমে আপনি অনায়াসেই রেজাল্ট দেখতে পারবেন wbresults.nic.in, wbbse.wb.gov.in
কী কী ধাপে রেজাল্ট চেক করবেন ?
• রেজাল্ট চেক করার জন্য প্রথমে আপনাকে wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in এর ওয়েবসাইটে যেতে হবে।
• তারপর “Madhyamik Pariksha Result 2025” এর লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে ও শিক্ষার্থীদের রোল নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে।
• তারপর সেটি সাবমিট করলেই (WB Madhyamik Exam Result 2025) আপনি রেজাল্ট পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি চাইলেই সেটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন।
শুধু তাই নয় আপনি SMS এর মাধ্যমেও চেক করতে পারবেন রেজাল্ট। WB10 <Space> দিয়ে রোল নাম্বার লিখে 5676750 অথবা 58888 নাম্বারে পাঠিয়ে দিলেই পেয়ে যাবেন রেজাল্ট।
এছাড়াও আপনি www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com, www.fastresult.in এর মতো ওয়েবসাইটেও রেজাল্ট চেক করতে পারবেন।
বেকারদের জন্য দারুণ সুযোগ, এই ট্রেনিং করলে দেওয়া হবে চাকরি ও সাথে থাকছে মোটা বেতন