WB Rural Development Vacancy 2023 – রাজ্যের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের আসানসোল গ্রাম পঞ্চায়েতের তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে পশ্চিমবঙ্গের যে কোন জেলার বাসিন্দা হলেই এই পদে আবেদন করতে পারবে।
আবেদন করার আগে মাথায় রাখতে হবে এখানে কেবলমাত্র মহিলা চাকরি পাচ্ছে আবেদনযোগ্য। এছাড়া আরও বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তারপরেই নিজের দায়িত্বে আবেদন করবেন।
নিয়োগ সংস্থা | District Mission Management Unit & District Rural Development Cell ASANSOL, Paschim Bardhaman |
পদের নাম | Community Resources Person |
মোট শূন্যপদ | ১০ টি |
আবেদন মাধ্যম | অফলাইনে |
আবেদন শেষ | ১৪-০৯-২০২৩ |
নতুন চাকরির খবর –১৫০০ শূন্যপদে রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, অনলাইন মাধ্যমে আবেদন
পদের নাম ও শূন্যপদ (WB Rural Development Vacancy 2023)
১) এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হচ্ছে – Community Resources Person।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ১০ জনকে নিয়োগ করা হবে।
বয়স সীমা ও বেতন
১) এই পদগুলিতে (WB Rural Development Vacancy 2023) আবেদন করার জন্য বয়স সীমা সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ো এখানে পাওয়া যাবে।
২) সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী বেতন কি থাকছে সেটা উল্লেখ করা হয়নি। তবে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার (WB Rural Development Vacancy 2023) আগে অবশ্যই মনে রাখতে হবে এখানে মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে ও তার সঙ্গে সেই মহিলা প্রার্থীকে স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্য হতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই যে কোন বিষয় গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে অন্তত দু বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও তার সাথে স্মার্টফোন ব্যবহার করা দক্ষতা ও কম্পিউটারে কাজ করার দক্ষতা তার মধ্যে থাকতে হবে তবে এখানে আবেদন করা যাবে।
এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে ?
paschimbardhaman.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি, আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।
আবেদন মূল্য কি আছে?
ইচ্ছুক প্রার্থীদের (WB Rural Development Vacancy 2023) এখানে কোনরকম আবেদন মূল্য লাগছে না বিনামূল্যে আবেদন করতে পারবে।
নিয়োগ প্রক্রিয়া (WB Rural Development Vacancy 2023)
এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তিনটি ধাপের মাধ্যমে প্রথমটি হল লিখিত পরীক্ষা তারপরে গ্রুপ টাস্ক ও সর্বশেষ ইন্টারভিউর মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
কি ভাবে আবেদন করতে হবে?
এখানে আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম সংস্থার (WB Rural Development Vacancy 2023) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে যেখান থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই স্থানে যেতে হবে যথাযথ ও তার সঙ্গে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে তার মধ্যে আবেদন করার যে ফর্মটি আছে সেই ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। এরপর হাতে-কলমে সমস্ত কিছু তথ্য লিখে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে অ্যাড করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে ঠিকানা কথা বলা হয়েছে সেই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আরও বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ফলো করুন।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩১-০৮-২০২৩ |
আবেদন শুরু | ৩১-০৮-২০২৩ |
আবেদন শেষ | ১৪-০৯-২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | paschimbardhaman.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF | Download Now |
নতুন চাকরির খবর – ৭৫৪৭ শূন্যপদে SSC কনস্টেবল পদে চাকরি, আবেদন করুন অনলাইনে।