খসড়া ভোটার তালিকা আগামীকাল প্রকাশ – WB Voter Draft Roll PDF Download Process

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WB Voter Draft Roll PDF Download Process – রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) কাজ ১১ ডিসেম্বর শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হবে। নির্বাচন কমিশন জানালো, ১৬ ডিসেম্বর মঙ্গলবার খসড়া ভোটার তালিকা বের করা হবে। বুথ লেভেল অফিসারের কাছে এবং অনলাইনে একসঙ্গে দেখা যাবে।

খসড়া তালিকা প্রকাশের পরপরই নতুন নাম যোগ করার কাজ শুরু হবে। SIR শুরুর দিন থেকে রাজ্যের সব তালিকা ‘ফ্রিজ’ ছিল। এবার আবার নতুন নাম তোলা সম্ভব। শুধু ৬ নম্বর ফর্ম পূরণ করে আবেদন করলেই হবে।

খসড়া তালিকা প্রকাশের ১৪ দিন পর চূড়ান্ত তালিকা বের করবে। এসআইআর-এর অংশ হিসেবে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে এনুমারেশন ফর্ম বিলি করেন। শুরুতে ৪ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়ার সময় ছিল। পরে তা ১১ ডিসেম্বর বাড়ানো হয়। এখন জমা ফর্মগুলো যাচাই করা হচ্ছে। এই যাচাইয়ের ভিত্তিতে নির্বাচন কমিশন আগামীকাল ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে।

ব্যবসা শুরু করুন পোল্ট্রি ফার্মের, সরকার দিচ্ছে ৫০ হাজার থেকে ৯ লাখ টাকা

WB Voter Draft Roll – ভোটাররা খসড়া তালিকায় বিভিন্ন গ্রুপে নাম দেখতে পাবেন। যেমন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপস্থিত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার। যারা ফর্ম জমা দিয়েছে তাদের নাম তালিকায় থাকবে। মৃত বা ভুয়া ভোটার এবং অন্য কারণে বাদ পড়া নাম আলাদা করে প্রকাশ করবে কমিশন। এছাড়া খসড়া তালিকায় কারা বাদ পড়বে এবং সংখ্যা কত তা নিয়ে রাজ্যের রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

WB Voter Draft Roll PDF Download Process

কমিশনের তথ্য বলছে এসআইআর শুরুর সময় রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। প্রত্যেক ভোটারের জন্য ফর্ম ছাপিয়ে বিএলওরা বাড়ি বাড়ি দিয়ে আসেন। রবিবার পর্যন্ত ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ পড়েছে। ফলে খসড়া তালিকায় প্রায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকবে।

খসড়া তালিকা বের হওয়ার পর নিজের নাম আছে কি না দেখার উপায় জেনে নিন। কমিশন বলেছে বিএলওর কাছে খসড়ার কপি থাকবে। অথবা অনলাইনে ইসিআইনেট অ্যাপ বা voters.eci.gov.in সাইট থেকে চেক করুন।

wbtak.com-এ আপনাকে স্বাগতম , চাকরি ও প্রকল্প কিংবা স্কলারশিপের আপডেট পেতে ফলো করুন WBTAK.com