WBHRB Recruitment 2025: সম্প্রতি পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একাধিক শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে কর্মী নিয়োগ করা যাবে। এখানে আবেদন করতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে? বয়স সীমা কত? বেতন কত দেওয়া হবে? কোন কোন পদে কর্মী নেওয়া হচ্ছে চলুন এগুলো বিষয়ে বিস্তারিত জেনে নিই।
নিয়োগ সংস্থা | পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) |
পদের নাম | Various |
মোট শূন্যপদ | ১১৮৮ টি। |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৩/০৯/২০২৫ |
পদের নাম ও শূন্যপদ
১) এখানে মেডিক্যাল টেকনোলজিস্ট (Dialysis/ Perfusionist/ Radio Therapeutic/(EEG/ EMG)/ Cath Lab/ RD/ ECG),মেডিক্যাল টেকনোলজিস্ট (OT)/(Critical Care) Grade III, ফারমিসিস্ট (Grade-III), ফিজিসিস্ট এন্ড রেডিয়েশন সেফটি অফিসারের পদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
২) এখানে মোট ১১৮৮ টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
বয়স সীমা ও মাসিক বেতন
পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)- এর এই পদগুলোতে আবেদন করবার জন্য প্রার্থীদের বয়সহতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৮,৯০০ থেকে ৫৬,১০০ টাকা বেতন দেওয়া হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা (WBHRB Recruitment 2025)
মেডিক্যাল টেকনোলজিস্ট (Dialysis/ Perfusionist/ Radio Therapeutic/( EEG/ EMG)/ Cath Lab/ RD/ ECG) এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (OT)/(Critical Care) Grade III-এর পদগুলোতে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে। অন্যদিকে ফারমিসিস্ট (Grade-III) এর পদগুলোর জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক এবং ডিপ্লোমা পাশ করতে হবে।
ফিজিসিস্ট এন্ড রেডিয়েশন সেফটি অফিসারের (WBHRB Recruitment 2025) পদে আবেদন করবার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয় নিয়ে স্নাতকোত্তর/ ডিপ্লোমা পাশ করতে হবে। এছাড়া যদি এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)-এর অফিসিয়াল ওয়েবসাইট hrb.wb.gov.in-এ যেতে হবে।
কোন ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ?
এই বিজ্ঞপ্তিটি hrb.wb.gov.in-এ প্রকাশিত হয়েছে। তাই এখানে আবেদন করার আগে অবশ্যই এই পোর্টালে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে জেনে বুঝে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (WBHRB Recruitment 2025)
এই পদগুলোতে লিখিত পরীক্ষা/ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে হবে।
এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে ?
১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড,
২) মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার।
কীভাবে আবেদন করবেন এখানে ?
এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাই:-
- প্রথমে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB)-এর অফিসিয়াল ওয়েবসাইট hrb.wb.gov.in-এ যেতে হবে।
- তারপর সেখানে গিয়ে মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- তারপর সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে এবং সকল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
আবেদন ফি কত ?
এখানে সকল প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২১০ টাকা আবেদন ফি দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থাটির অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি যাচাই করে নিয়ে নিজের দায়িত্বে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ
আবেদনের শেষ তারিখ : ০৩/০৯/২০২৫
প্রয়োজনীয় লিঙ্ক
🌐 অফিশিয়াল ওয়েবসাইট | www.hrb.wb.gov.in |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF 01 | Download Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF 02 | Download Now |
📄 অফিশিয়াল বিজ্ঞপ্তি –Download PDF 03 | Download Now |
Apply Online | Click Here |
মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করছে ভারতীয় নৌবাহিনীতে, মোট শূন্যপদ ১২৬৬ টি।
বিঃদ্রঃ– এখানকার সমস্ত তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই পোর্টাল টি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা কখনোই করে না। আমরা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে Published করে থাকি এই পটালে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।