WBPSC Food SI Admit Card Download – রাজ্য সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশেষ খুশির খবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য যারা আবেদন করেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। আজ অর্থাৎ বুধবার কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার Admit Card সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়ালি ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন।
(WBPSC Food SI Admit Card Download)
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এবারের পরীক্ষা ১৬ এবং ১৭ই মার্চ ২০২৪ তারিখে অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুই দিন অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষাটি তিনটি সেশানে সম্পূর্ণ হবে। অর্থাৎ সকাল 09:30 থেকে 11:00 টা পর্যন্ত ও দ্বিতীয় সেশন 12:30 থেকে 02:00 পর্যন্ত ও তৃতীয় সেশনে বিকাল 03:30 থেকে 05:00 টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কবে থেকে এডমিট ডাউনলোড করা যাবে ?
পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করেছিলেন তাদের (WBPSC Food SI Admit Card Download) উদ্দেশ্যে বলা হয়েছে প্রার্থীরা ০২-০৩-২০২৪ থেকে পাবলিক সার্ভিস কমিশনের (PSCWB) অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া আরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই নিচ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখতে পারেন।
PDF File Download Link – Download PDF File
Official Website – View Now
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here