WBPSC Food SI Practice Set 128 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২৮ (WBPSC Food SI Practice Set 128)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 128
১) ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে ?
Answer – পন্ডিত জহরলাল নেহেরু
২) গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল?
Answer – 1946 সালে 9ই ডিসেম্বর
৩) ভারতের সংবিধানের জনক কে ?
Answer – ডঃ বি আর আম্বেদকর
৪) ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনের মাধ্যমে ?
Answer – ১৯৩৫ সালে
৫) ভারতের সংবিধানের প্রস্তাবনা যখন সংশোধন করা হয়, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Answer – ইন্দিরা গান্ধী
WBPSC Food SI Practice Set 128
৬) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি ঘটে কত খ্রিস্টাব্দে ?
Answer – 1976 সালে
৭) ভারতীয় সংবিধান কয়টি অংশে বিভক্ত ?
Answer – ২২ টি
৮) ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ?
Answer – ডক্টর বি আর আম্বেদকর কে
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
৯) কে মন্তব্য করেছেন যে প্রস্তাবনা সংবিধানে প্রবেশের চাবিকাঠি ?
Answer – এর্নেস্ট বার্কার
১০) ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ?
Answer – যুগ্ম তালিকা
১১) কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয় ?
Answer – ক্যাবিনেট মিশন
WBPSC Food SI Practice Set 128
১২) ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
Answer – 6টি
১৩) ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
Answer – মার্কিন যুক্তরাষ্ট্র
১৪) কবে ভারতের সংবিধান গৃহীত হয় ?
Answer – ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর
১৫) চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ?
Answer – সাত জন
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here